৪৬ হাজার টাকায় বিক্রি হল একটা ডিম! কী বিশেষত্ব আছে? দেখেই অবাক সবাই
সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারে একটি সাধারণ ডিমের দাম (Egg Price) কত টাকা হতে পারে? খুব বেশি হলে ৭ টাকা, ৮ টাকা! কিন্তু সম্প্রতি ইংল্যান্ডে এক নিলাম একটি ডিম বিক্রি হয়েছে ৪৬ হাজার টাকায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কি ভাবতে অবাক লাগছে তাই তো? আসলে অবাক লাগারই কথা। কারণ এই ডিমের আকার ছিল সম্পূর্ণ গোল, যা সাধারণত দেখা যায় না।
ইংল্যান্ডের সামারসেট ও ডেভন সীমান্তের ফেন্টন ফার্মে কাজ করা ডিম রক্ষণাবেক্ষণকারী অ্যালিসন গ্রিন নামের এক ব্যক্তি এই বিরল ডিমটির হদিশ পান। পেশাগত জীবনে তিনি ৪.২ কোটির বেশি ডিম সামলানোর পর এরকম সম্পূর্ণ একটি গোল ডিম খুঁজে পেয়েছেন। এই অদ্ভুত আকৃতির কারণেই ডিমটিকে নিলামে তোলা হয় এবং জানলে চমকে উঠবেন, এই ডিমটি ৪২০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ৪৬ হাজার টাকা দামে বিক্রি হয়।
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই বিশেষ ডিমের নিলাম থেকে পাওয়া অর্থ ডেভন রেপ ক্রাইসিস নামের একটি দাতব্য সংস্থাকে প্রদান করা হয়েছে। এই সংস্থাটি যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদেরকে সহায়তা করে থাকে। অর্থাৎ শুধু বিরলতা নয়, এই ডিম বিক্রির মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পদক্ষেপেও পড়েছে।
এই অভূতপূর্ব ডিম সম্পর্কে বলতে গিয়ে অ্যালিসন গ্রিন এক সাক্ষাৎকারে বলেছেন, “এটি সত্যিই অবিশ্বাস্য ঘটনা। সাধারণ ডিম একটি নির্দিষ্ট আকৃতির হয়। কিন্তু এটি পুরোপুরি গোল ছিল। আমার মনে হচ্ছিল এটি এমন একটি বস্তু যা কোথাও নেই। এমনকি এলন মাস্কের কাছেও সম্পূর্ণ গোল ডিম নেই। আশা করি এটি আরো বেশি দামে বিক্রি হবে।”
সাধারণত মুরগির ডিমের আকৃতি কিছুটা উপবৃত্তাকার বা ওভাল টাইপের হয়। কারণ এটি মুরগির শরীরের গঠন অনুযায়ী তৈরি হয়। কিন্তু এই ডিমটি একেবারেই গোল ছিল, যেটি স্বাভাবিকের তুলনায় সম্পূর্ণ আলাদা। আর এই অভূতপূর্ব ডিমটি এই কারণেই ৪৬ হাজার টাকা দামে বিক্রি হয়েছে, যা দিয়ে প্রায় ২০০০টি সাধারণ ডিম কেনা যায়।
কিন্তু এই বিশেষ ডিমটি শুধুমাত্র খাবারের জন্য নয়, এটি এক বিরল প্রাকৃতিক বিষয়, যা নেটিজেনদের মনে নানা রকম প্রশ্ন জাগিয়েছে এবং সমাজ সেবার জন্য আবেদন রেখেছে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশে খেল দেখাচ্ছে ISRO। সম্প্রতি মহাকাশ সমুদ্রে স্পেস ডকিংয়ের পর উৎক্ষেপিত দুটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহন ধীরে ধীরে গতি পাচ্ছে। আর সেই গতিকে আরও…
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্ত শেষ হওয়ার আগেই এবার দরজায় টোকা দিচ্ছে গ্রীষ্ম। তাইতো চৈত্রের মাঝামাঝিতেই…
চলতি মাসে লঞ্চ হয়েছে Google Pixel 9a। তবে কিছু সমস্যার কারণে ডিভাইসটির বিক্রি এতদিন শুরু…
পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক…
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে…
This website uses cookies.