৪% নয়, একধাক্কায় ডিএ বাড়ল ৭%! খুশিতে আত্মহারা রাজ্যের সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য এবার বড়সড় ঘোষণা সামনে আসলো। এবার ৪% নয়, একধাক্কায় মহার্ঘ ভাতা বাড়ছে ৭%। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এক ধাক্কায় ৭% মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকার।

রাজ্য ও কেন্দ্রের ডিএ ফারাক নিয়ে বিতর্ক 

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে ডিএ বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছিল। তবে বাজেটে মাত্র ৪% ডিএ বৃদ্ধির ঘোষণার পর অসন্তোষ আরও বেড়ে গিয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে, যা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ডিএ-এর ফারাক আরও বাড়িয়ে দিতে পারে। 

READ MORE:  Ice Cream Parlour Business: গরমে হু হু করে বাড়বে চাহিদা, এই ব্যবসা শুরু করলেই প্রতিমাসে পকেটে আসবে ৫০,০০০ | All you need to know about Ice Cream Parlour Business

পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের পরিস্থিতি

এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য পরিস্থিতি একেবারেই ভিন্ন। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে মাত্র ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের এখন ডিএ ১৪% থেকে বেড়ে ১৮% হবে, যা ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।

কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন রাজ্যের সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। তাদের দীর্ঘদিনের দাবি ছিল কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বৃদ্ধি করা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে কেন্দ্র এবং রাজ্যের কর্মচারীদের ডিএ-এর ফারাক দাঁড়িয়েছে ৩৫%।

READ MORE:  অবশেষে কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া ৭৪০০ কোটি টাকা দিল, কারা কারা পাবে এই টাকা?

৭% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত 

তবে ৭% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নয়। এই ঘোষণা এসেছে ঝাড়খণ্ডের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। মঙ্গলবার ঝাড়খন্ড সরকারের মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৭% বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই হার ২০২৪ সালের ১লা জুলাই থেকে কার্যকর হবে। এই ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা ২৩৯% থেকে বেড়ে ২৪৬% হারে ডিএ পাবেন।

READ MORE:  তিনটি রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি বিক্রি করে দিচ্ছে সরকার, গ্রাহকরা কী করবেন?

সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের জন্য এই নতুন ডিএ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পঞ্চম বেতন কমিশনের আওতায় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪৪৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫৫ শতাংশ করে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির খবর নিয়ে এসেছে।

Scroll to Top