‘৪% নয়, মিলবে সম্পূর্ণ বকেয়া!’ সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই DA নিয়ে বিরাট দাবি
শ্বেতা মিত্র, কলকাতা: ৪% শতাংশ DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এর থেকে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন সকলে। যাইহোক, এসবের মাঝেই এবার বিরাট বড় দাবি করা হল। ‘রাজ্যের আদালতে জিতেছেন, আগামী দিনে সুপ্রিম কোর্টেও ডিএ মামলায় সরকারি কর্মীদের জয় হবে’ বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম।
বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা তা বারবার তাঁদের মন্তব্যে উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। শিক্ষক, সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার। যাইহোক, এবার ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের বড় জয় হবে বলে দাবি করলেন ফিরদৌস শামিম।
আইনজীবীর বক্তব্য, স্টেট ট্রাইবুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ (স্যাট) এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় ছয়বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর সুপ্রিম কোর্টে সপ্তম জয় আসবে।
ফিরদৌস শামিম বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে। কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটা রোপা রুল ২০০৯-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে।’
উল্লেখ্য, বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন বাংলার কর্মীরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা করলে যা অনেকটাই কম। যদিও এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ কর্মী ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। ১ এপ্রিল থেকে লাগু হবে নিয়ম। এখন দেখার সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জেতেন কিনা।
ভিভোর ভি সিরিজ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২০ই মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
This website uses cookies.