৫০,০০০ পদে বিশাল নিয়োগ, বেতন ৪৬,০০০ পর্যন্ত, আবেদন করবেন কবে?
২০২৫ সালে সার্ব শিক্ষা অভিযানের অধীনে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি বৃহৎ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে হাজার হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
পদের সংখ্যা: উত্তরপ্রদেশে ৯,৭০০, বিহারে ৮,২০০, পশ্চিমবঙ্গে ৬,০০০ সহ বিভিন্ন রাজ্যে মোট প্রায় ৫০,০০০ পদ।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, D.El.Ed বা BTC কোর্স সম্পন্ন এবং CTET বা রাজ্য TET উত্তীর্ণ।
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের জন্য ১৮-৩৫ বছর; সংরক্ষিত শ্রেণির জন্য নির্ধারিত ছাড় প্রযোজ্য।
চাকরির ধরণ: স্থায়ী সরকারি পদ।
লিখিত পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ভিত্তিক।
ডকুমেন্ট যাচাই: শিক্ষাগত ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্রের যাচাই।
মেধা তালিকা: লিখিত পরীক্ষা ও TET স্কোরের ভিত্তিতে প্রস্তুত করা হবে।
প্রারম্ভিক বেতন: ৩৫,৪০০ (গ্রেড পে ₹৪,২০০)।
অতিরিক্ত সুবিধা: মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), EPF, চিকিৎসা সুবিধা এবং গ্র্যাচুইটি।
পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন।
আবেদন ফি: সাধারণ/OBC: ৫০০-₹৬০০; SC/ST/PwD: ২৫০-৩০০।
প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি, শিক্ষাগত সনদ, TET সনদ, জাতি সনদ (যদি প্রযোজ্য)।
এই নিয়োগ প্রক্রিয়া দেশের যুবসমাজের জন্য একটি সুবর্ণ সুযোগ। শিক্ষকতার পেশায় আগ্রহী প্রার্থীদের এখনই প্রস্তুতি শুরু করা উচিত।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.