৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা ও ৬৭ ওয়াট চার্জিং সহ আসছে Xiaomi Civi 5 Pro ফোন
স্টাইলিশ ডিজাইন ও সেলফি কেন্দ্রিক স্মার্টফোন Xiaomi Civi 5 Pro নিয়ে গত ডিসেম্বর থেকে নতুন নতুন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে শীঘ্রই ডিভাইসটি বাজারে আসবে। তার আগে এখন এটি চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল। এখানে ফোনটি 25067PYE3C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া জানা গেছে এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এর পাশাপাশি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, Xiaomi Civi 5 Pro নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তার দাবি এটি কোয়ালকমের SM8735 প্রসেসর সহ আসবে। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর হতে পারে। কারণ কোয়ালকম এখনও এই প্রসেসরটি লঞ্চ করেনি। এর সাথে দেওয়া হতে পারে অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ।
এর আগে সামনে এসেছিল যে, শাওমি সিভি ৫ প্রো ডিভাইসটি ৭মিমি পুরু হবে এবং এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। যেখানে শাওমি সিভি ৪ প্রো মডেলে ৪৭০০ এমএএইচ ব্যাটারি ছিল। আবার আসন্ন মডেলে ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে।
যদিও শাওমি এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে আমাদের অনুমান শাওমি সিভি ৫ প্রো এপ্রিলে বাজারে আসবে। তার আগেই স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর লঞ্চ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ প্রসেসরের ঘোষণার পরপরই ফোনটি লঞ্চ হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর কয়েকটা মাস। তাই জনগণের নজর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ব্যাপক বাক্য-চালাচালির মাঝে লোকসভায় ওয়াকফ (Waqf) সংশোধনী বিল পেশ করেন সংখ্যালঘু…
বুধবার ভারতে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল হিউম্যান মোবাইল ডিভাইসেস (HMD)। এই দুটি নতুন…
বিগত কয়েক বছরে Apple ভারতে iPhone এর উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি করেছে। অ্যাপলের সহযোগী সংস্থা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা ৮ থেকে ৮০-র। এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল…
This website uses cookies.