লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৬০ টাকার লটারিতেই দিনবদল, রাতারাতি কোটিপতি ফালাকাটার গৃহবধূ

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পান্তা ফুরোয় তো নুনের জোগান হয় না! এমন সংসারের হাল একেবারে শক্ত হাতে ধরে রেখেছিলেন ফালাকাটার (Falakata) গৃহবধূ ভারতী বর্মন। ছেলেই পরিবারের একমাত্র রোজগের, তাই 3 সদস্যের সংসার একেবারে যায় যায় অবস্থা। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন ভারতী। এবার সেই লড়াইয়ের নিষ্পত্তি ঘটল। কারণ, 60 টাকার লটারিতেই ভাগ্য ফিরেছে লড়াকু নারীর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

60 টাকাতেই কোটিপতি

দিন আনা দিন খাওয়ার সংসারে গতি আনতে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিলেন ভারতী। তবে বুঝতে পারেননি প্রথম খেপেই কোটি টাকা উঠবে। হ্যাঁ, ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ির বাসিন্দা ভারতী বর্মনের লক্ষীলাভ হয়েছে।

READ MORE:  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভাঙল ভারতের ৪০ বছরের বিশ্বরেকর্ড

মাত্র 60 টাকার লটারি কেটে ভাগ্যের চাকা ঘুরেছে ভারতীর। বর্তমানে তিনি কোটিপতি। তবে অর্থ প্রাপ্তির খবরে রাতের ঘুম উড়েছিল তাঁর। টিকিট একেবারে শাড়ির গাঁটে বেঁধে রেখে নিরাপত্তার জন্য পরিবারের সদস্যদের নিয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে হাজির হয়েছিলেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পুলিশ আধিকারিকদের সহায়তায় আপাতত দুশ্চিন্তা কেটেছে ভদ্রমহিলার। সূত্রের খবর, লটারির অফিসে টিকিট জমা দিয়ে এসেছেন তিনি। তবে প্রাপ্য অর্থ ব্যাঙ্কে এসে পৌঁছতে আরও মাস খানেক সময় লাগবে। এমন মুহূর্তে ঠিক কী জানালেন পুরস্কার বিজেতা? জানব।

READ MORE:  গুটখার পিক ফেললেই মোটা টাকা ফাইন! এবার আরও কড়া আইন লাগুর কথা বললেন মমতা

কোটি টাকার আশাও করেননি ভারতী

সম্প্রতি 60 টাকার লটারি কেটে কোটিপতি হওয়ার অনুভূতি কেমন, সে বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতী বর্মন জানান, সংসারে অভাব ক্রমশ জাঁকিয়ে বসছিল। ছেলে যেহেতু একমাত্র রোজগেরে, তাই দুবেলার দু মুঠোর যোগান দিতে খাটতে খাটতে হয়রান হয়ে যেত ছেলে বিক্রম।

অবশ্যই পড়ুন: চিন সফরে হুঙ্কার ছেড়েছিলেন ইউনূস! জেনেও বৈঠক সারলেন মোদি, নেপথ্যে কোন রহস্য?

এখন আর ও আগের মতো খাটতে পারে না। তাই ভেবেছিলাম লটারি কেটে যদি কিছু লাভ হয়। তবে ভাবিনি, প্রথমবারই কোটি টাকা জিতে যাব। আগামী দিনে প্রাপ্য অর্থ দিয়ে স্বামী-সন্তান নিয়ে সংসার সাজাতে চান ফালাকাটার ওই গৃহবধূ। মায়ের এমন প্রাপ্তিতে খুশি ছেলে বিক্রম থেকে শুরু করে পরিবারের সকলেই।

READ MORE:  ফেব্রুয়ারিতে বাড়ছে চাল, গমের পরিমাণ? দেখুন এ মাসে রেশন কার্ডে কি কি সামগ্রী মিলবে
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.