৬১% স্টেক ধরে রাখা এই ব্যাঙ্ককে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র, গ্রাহকদের কী হবে?
ভারতের অর্থনৈতিক উন্নতির পথে আরো একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বেসরকারীকরণ নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই জল্পনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) ৩১% স্টেক বিক্রির সিদ্ধান্ত। কেন্দ্র ও LIC একসঙ্গে তাদের অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে।
বেশ কিছু সূত্র মারফত খবর, ২০২৬ অর্থবর্ষের প্রথমদিকেই আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারীকরণের কাজ সম্পন্ন হবে। বর্তমানে এলআইসির ৩০.২৪% এবং কেন্দ্রীয় সরকারের ৩০.৪৮% শেয়ার রয়েছে এই ব্যাংকের উপরে, যা এবার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দিচ্ছে সরকার। এই প্রসঙ্গে এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই চূড়ান্ত বিনিয়োগকারীদের নির্বাচন করা হবে এবং চুক্তি দ্রুত সম্পন্ন হবে।
কেন্দ্র সরকার বারবার বলে এসেছে যে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে শক্তিশালী করতে এবং বাজার থেকে অর্থ সংগ্রহ করতে বেসরকারিকরণ ছাড়া অন্য কোন বিকল্প নেই। বিনিয়োগ এবং জনসম্পদ পরিচালনা দপ্তরের সচিব জানিয়েছেন, আইডিবিআই ব্যাংক বিক্রির মাধ্যমে সরকার মোট ৪৭ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চাইছে।
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই অর্থ কোন নির্দিষ্ট খাতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং, এটি সরকারি কোষাগারকে আরো শক্তিশালী করবে এবং দেশের আর্থিক পরিকাঠামোকে আরো উন্নত করবে।
তবে এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, সরকার ধীরে ধীরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সম্পূর্ণ বেসরকারি করে দিচ্ছে। তবে কেন্দ্র সরকার দাবি করছে যে, এই পদক্ষেপ ব্যাংকিং খাতে প্রতিযোগিতা আরো বৃদ্ধি করবে এবং গ্রাহক পরিষেবার মানকে আরো উন্নত করবে।
সরকার ইতিমধ্যেই অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্টেক বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সরকারের অংশীদারিত্ব রয়েছে যে সমস্ত ব্যাংক সেগুলি হল-
এই ব্যাংকগুলোর সম্মিলিত সরকারি অংশীদারিত্ব মূল্য ৫০ হাজার কোটি টাকারও বেশি আশা করা যাচ্ছে, যা আগামী দিনে বেসরকারীকরণ করা হতে পারে।
আইডিবিআই ব্যাঙ্কের স্টেক বিক্রি ভারতীয় অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলবে। যদিও এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে নানা রকম মত রয়েছে। তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এখন সরকারের ঘোষণার উপর সবই অপেক্ষা করছে।
রিলায়েন্স জিও ভারতের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে জিও।…
Oppo F29 5G সিরিজ এই মাসেই ভারতে আসছে। সংস্থার তরফে ইতিমধ্যেই লঞ্চের দিনক্ষণ জানিয়ে দেওয়া…
HP ভারতে একাধিক উন্নত ফিচারছর ল্যাপটপ লঞ্চ করল। নতুন Intel Core আলট্রা প্রসেসর-সহ এই পার্সোনাল…
কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তি মিলতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে রাজ্যজুড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: হোলির পর টানা দ্বিতীয় দিন কমলো হলুদ ধাতুর দাম (Gold Price)। আজ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে। 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া…
This website uses cookies.