লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৬৪ জিবি পর্যন্ত র‌্যাম সহ লঞ্চ হল Asus ExpertBook P সিরিজের ল্যাপটপ, দাম সাধ্যের মধ্যে

Published on:

Asus ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P লঞ্চ করল। এই নতুন লাইনআপের অধীনে তিনটি মডেল এসেছে – ExpertBook P1, ExpertBook P3 এবং ExpertBook P5। এই ল্যাপটপগুলি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকে কেনা যাবে। নতুন তিনটি ল্যাপটপেই AI ফিচার রয়েছে। এছাড়া Asus ExpertBook P সিরিজে বড় স্ক্রিন সহ উন্নত ফিচার পাওয়া যাবে।

Asus ExpertBook P সিরিজের ল্যাপটপের দাম

Asus ExpertBook P1 মডেলের দাম শুরু হয়েছে ৩৯,৯৯০ টাকা থেকে। আর ExpertBook P3-এর প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে ৬৪,৯৯০ টাকা। এদিকে টপ-এন্ড ExpertBook P5 মডেলের দাম শুরু হয়েছে ৯৪,৯৯০ টাকা থেকে। এই ল্যাপটপগুলি আগামী ২১ এপ্রিল থেকে Flipkart-এর মাধ্যমে কেনা যাবে।

READ MORE:  Smartwatch: নতুন স্মার্টওয়াচ কিনবেন? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৫ সেরা ব্র্যান্ডের মডেল বাছুন

Asus ExpertBook P1 এর ফিচার

আসুসের নতুন এই ল্যাপটপ দুটি স্ক্রিন সাইজে এসেছে – ১৪ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি। এর ডিসপ্লে সর্বোচ্চ ৩০০ নিট ব্রাইটনেস অফার করে। এই ল্যাপটপে ইন্টেল কোর i7-13620H প্রসেসরের সঙ্গে ১৬ জিবি র‌্যাম দেওয়া হয়েছে। এটি ১টিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এতে ৫০Wh ব্যাটারি আছে।

Asus ExpertBook P3 এর ফিচার

আসুস এক্সপার্টবুক পি৩ মডেলে ১৪ ইঞ্চি ফুল HD ডিসপ্লে পাওয়া যাবে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৪০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর i5-13420H এবং Core i7-13620H প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপে সর্বোচ্চ ৬৪ জিবি র‌্যাম সাপোর্ট করে এবং এতে ৫০Wh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

READ MORE:  প্রচুর স্মার্টফোনের পর এবার তিনটি নতুন Galaxy ট্যাব লঞ্চ করতে চলেছে Samsung

Asus ExpertBook P5 এর ফিচার

আসুস এক্সপার্টবুক পি৫ ল্যাপটপে আছে ১৪ ইঞ্চি ফুল HD স্ক্রিন, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং আল্ট্রা ৭ প্রসেসর সহ এসেছে। এটি ১৬ জিবি ও ৩২ জিবি র‌্যাম অপশনে পাওয়া যাবে।‌ এই ল্যাপটপে ৬৩Wh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.