লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৬৫০০mAh ব্যাটারি সহ নতুন ভিভো ফোনে থাকবে এই পাওয়ারফুল প্রসেসর

Published on:

ভিভো শীঘ্রই টি-সিরিজের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। নতুন ফোনটি Vivo T4x নামে বাজারে আসবে। ইতিমধ্যেই ডিভাইসটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ আবার এর প্রসেসর সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, Vivo T4x ফোনটি মিড রেঞ্জ প্রসেসর সহ ৭০০,০০০ এর বেশি আনটুটু স্কোর করেছে।

এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, ডিভাইসটি সেগমেন্টের বৃহত্তম ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হবে। Vivo T4x এর দাম ১৫ হাজার টাকার নীচে রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

READ MORE:  Vivo V50 Pro Processor: অনবদ্য ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Vivo V50 Pro, গিকবেঞ্চ থেকে স্পেসিফিকেশন ফাঁস | Vivo V50 Pro Appears in Geekbench

Vivo T4x শক্তিশালী প্রসেসরের সাথে আসবে

আগামী মাসেই ভিভো টি৪এক্স লঞ্চ করতে পারে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই মাইস্মার্টপ্রাইস নতুন রিপোর্টে দাবি করেছে যে আসন্ন এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট থাকবে। এই প্রসেসরটি আনটুটু বেঞ্চমার্কে ৭২০,০০০ এরও বেশি স্কোর করেছে। উল্লেখ্য, ভিভো টি৪এক্স হবে Vivo T3x এর উত্তরসূরি, যা ২০২৪ সালে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল।

READ MORE:  Vivo X100 Discount: ১২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ৫০ + ৫০ + ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার Vivo X100 কম দামে কেনার সুযোগ | Vivo X100 Price

এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে

ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে দাবি করেছে যে, ভিভো টি৪এক্স মডেলটি বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা টি৩এক্স এ থাকা ৬০০০ এমএএইচ ব্যাটারির তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়। নতুন মডেলটি প্রায় ৪৪ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথেও আসবে বলে আশা করা হচ্ছে। ভিভো টি৪এক্স দুটি কালারে লঞ্চ হতে চলেছে – মেরিন ব্লু এবং প্রোটো পার্পল। শুধু তাই নয়, এটি ডায়নামিক লাইটের সাথেও আসতে পারে, যা নোটিফিকেশন আসার সাথে সাথে জ্বলে উঠবে।

READ MORE:  Vivo V50 5G Discount: লঞ্চের পরপরই ৫ হাজার টাকা দাম কমলো Vivo V50 5G ফোনের, রিলস ভিডিও বানানোর জন্য সেরা | Vivo V50 5G Price

আবার সামনে বড় এলসিডি প্যানেলও থাকতে পারে, যা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.