৬ হাজার টাকার মধ্যে সেরা তিন LED TV, সবচেয়ে কম দামী মডেলের মূল্য ৫২৯৯ টাকা

আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে সেরা তিনটি ডিল সম্পর্কে জেনে নিন। ডিলের সুবিধা নিয়ে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে টিভি কিনতে পারবেন। এগুলিতে পাওয়া যাবে সেরা-ইন-ক্লাস পিকচার কোয়ালিটি। আবার সেগমেন্ট অনুযায়ী চমৎকার সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। এই টিভিগুলির সাথে ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। চলুন এই টিভিগুলির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Dyanora 60cm (24 Inches) HD Ready LED TV

এই টিভির দাম ৫৪৯৯ টাকা। এতে ১৩৬৬ x ৭৬৮ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। সাউন্ডের জন্য টিভিতে ২০ ওয়াট বক্স স্পিকার উপস্থিত। কানেক্টিভিটির এতে রয়েছে ১টি এইচডিএমআই, ১টি ইউএসবি, ১টি ভিজিএ পোর্ট এবং হেডফোন জ্যাক। এই টিভিটি এক বছরের ওয়ারেন্টি সহ কেনা যাবে।

READ MORE:  অফ সিজন সেলে ৫৫% ছাড়ে AC, বিক্রি বাড়াতে দাম কমাল Flipkart

Kodak 60 cm (24 inches) Special Edition Series HD Ready Smart LED TV

অ্যামাজন ইন্ডিয়ায় এই টিভি পাওয়া যাচ্ছে ৫,৯৯৯ টাকায়। এতে ১৩৬৬ x ৭৬৮ পিক্সেল রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে সারাউন্ড সাউন্ডের সাথে ২০ ওয়াট অডিও আউটপুট পাওয়া যাবে। লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা এই টিভিতে বিল্ট-ইন ওয়াই-ফাই এবং মিরাকাস্ট উপস্থিত। এতে রয়েছে ৫১২ এমবি র‌্যাম ও ৪ জিবি মেমোরি। কানেক্টিভিটির জন্য এতে ২টি এইচডিএমআই এবং ২টি ইউএসবি পোর্ট উপস্থিত। এর সাথেও এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

READ MORE:  ১৫ হাজার টাকার কমে এসার লঞ্চ করল নতুন ল্যাপটপ, রয়েছে ৮ জিবি র‌্যাম

VW 60 cm (24 inches) Premium Series HD Ready LED TV

অ্যামাজন ইন্ডিয়ায় এই টিভি ৫২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ট্রু ডিসপ্লে প্রযুক্তি সহ এতে এইচডি রেডি ডিসপ্লে উপস্থিত। এর ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি। এতে ইনবিল্ট স্পিকার আছে। এর সাউন্ড আউটপুট ২০ ওয়াট। এই টিভির সাথে ১ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

READ MORE:  Smart TV: ২০ হাজার টাকার কমে ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি, অ্যামাজন গ্রেট রিপাবলিক সেলে করুন স্বপ্ন পূরণ | Smart TV with 55 inch screen available under rs 20000

Scroll to Top