৭২ দিনের জন্য ফ্রি কল, ডেটা, OTT! কম খরচে জিওর এই প্ল্যানে মিলছে ভরপুর সুবিধা
রিলায়েন্স জিও মানেই সবসময় দুর্দান্ত পরিষেবা। ভারতের কোটি কোটি মানুষ মোবাইল সিম হিসেবে জিও ব্যবহার করে। আর তার মূল কারণ এর রিচার্জ প্ল্যান (Jio Plan) এবং অন্যান্য সুবিধা। তবে আজ আমরা এমন একটা প্ল্যানের কথা বলব, যেখানে প্রতিদিন ডেটা, ফ্রি কলিং, এসএমএস এবং বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন সবকিছুই মিলবে। হ্যাঁ, এই প্ল্যানের কথা শুনেই অন্যান্য প্রতিযোগিদের কার্যত রাতের ঘুম উড়ে যাচ্ছে।
সম্প্রতি জিও ৭৪৯ টাকার একটি বাজেট ফ্রেন্ডলি প্ল্যান চালু করেছে, যে প্ল্যানে মিলছে একসঙ্গে মিলছে ভরপুর সুবিধা। যেমন-
জিওর এই প্ল্যানটি সেই সকল গ্রাহকদের জন্য সেরা, যারা প্রতিদিন OTT কনটেন্ট দেখেন এবং প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করেন, পাশাপাশি দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি চান। যারা প্রতি মাসে রিচার্জ করতে চান না, তাদের জন্য ৭২ দিনের এই প্ল্যানটি হতে পারে সেরা বিকল্প।
বর্তমান সময়ে এয়ারটেল কিংবা BSNL-এর এরকম কোন প্ল্যান নেই, যেখানে একসাথে এতগুলো সুবিধা দেওয়া হচ্ছে। অনেকেই বলছেন, অন্যান্য টেলিকম সংস্থার প্ল্যানে হয়তো কলিং সুবিধা উন্নত, কিন্তু ডেটার সুবিধা কম। আবার কেউ বলেন, OTT সাবস্ক্রিপশন আলাদা করে কিনতে হয়। কিন্তু জিও এক প্ল্যানের মধ্যে সব কিছু সুবিধা গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে।
এই প্ল্যানটি আপনি সহজেই জিওর অ্যাপ অথবা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারবেন। অথবা MyJio অ্যাপ থেকেও সরাসরি রিচার্জ করতে পারবেন। তাই যদি একসঙ্গে সমস্ত সুবিধা উপভোগ করতে চান, তাহলে আজই প্ল্যানটি রিচার্জ করুন এবং উপভোগ করুন সব সুবিধা।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.