৭ হাজার টাকা ছাড়, জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Nothing Phone বিরাট সস্তায়
আপনি যদি Nothing ব্র্যান্ডের স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে দারুন সুযোগ। সংস্থার একটি স্মার্টফোন এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর নাম Nothing Phone (2a)। ফ্লিপকার্টে এই ডিভাইসের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার ও ৫,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আপনি যদি ২০,০০০ টাকার রেঞ্জে ভালো ফোন খোঁজ করে থাকেন তাহলে এটি কিনতে পারেন।
নার্থিং ফোন ২এ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ১৫ শতাংশ ডিসকাউন্টে এই স্টোরেজ ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় বিক্রি করছে। এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে নার্থিং ফোন ২এ কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৫,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর এর ইএমআই শুরু হবে ১,০৭৮ টাকা থেকে।
নার্থিংয়ের এই ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৩০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নার্থিং কাস্টম স্কিনে চলে।
ক্যামেরার কথা বললে, নার্থিং ফোন ২এ ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.