৮০% অবধি টোল ট্যাক্স কমানোর নির্দেশ NHAI-কে! নজিরবিহীন রায় হাইকোর্টের
শ্বেতা মিত্র, কলকাতা: রাস্তা খারাপ এবং টোল আদায় নিয়ে বড় কথা বললে হাইকোর্ট (High Court On Toll)। রাস্তার অবস্থা খারাপ হলে তার উপর টোল ট্যাক্স আদায় করা যাত্রীদের প্রতি অবিচার। এমনটাই জানাল জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট। আদালতের তরফে এমন রায় দেওয়া হয়েছে যার প্রভাব সারা দেশে দেখা যাচ্ছে। একটি আবেদনের শুনানিকালে আদালত ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় থাকায় টোল ট্যাক্স ৮০ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দিয়েছে।
৪৪ নম্বর জাতীয় সড়কের বিষয়ে আদালত এই সিদ্ধান্ত দিয়েছে। আদালত বলেছে, যদি রাস্তায় নির্মাণকাজ চলছে এবং তার অবস্থা ভালো না হয়, তাহলে তার জন্য টোল ট্যাক্স আদায় করা উচিত নয়। বেঞ্চ বলেছে যে ভালো রাস্তার জন্য টোল নেওয়া হয়। যদি তাতে সমস্যা থাকে তাহলে টোল কেন নেওয়া হবে?
প্রধান বিচারপতি তাশি রাবস্তান এবং বিচারপতি এম এ চৌধুরীর একটি বেঞ্চ পাঠানকোট-উধমপুর হাইওয়ের অংশ সম্পর্কে বলেছে যে এনএইচএআই-এর এখানে মাত্র ২০ শতাংশ টোল ট্যাক্স নেওয়া উচিত। বেঞ্চ বলেছে যে NHAI-এর উচিত এই এলাকায় অবস্থিত লক্ষ্মণপুর এবং বান প্লাজা থেকে টোল আদায় তাৎক্ষণিকভাবে ৮০ শতাংশ পর্যন্ত কমানো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং রাস্তার যথাযথ মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ফি আর বাড়ানো হবে না। শুধু তাই নয়, আদালত আরও বলেছে যে এই মহাসড়কের ৬০ কিলোমিটার ব্যাসার্ধের আগে অন্য কোনও টোল প্লাজা তৈরি করা উচিত নয়। যদি এমন কোনও টোল প্লাজা তৈরি করা হয়ে থাকে, তাহলে এক মাসের মধ্যে তা ভেঙে ফেলা উচিত অথবা অন্যত্র স্থানান্তর করা উচিত।
আদালত বলেছে যে, জনসাধারণের কাছ থেকে অর্থ আয় করার জন্য জম্মু ও কাশ্মীর বা লাদাখে টোল প্লাজা স্থাপন করা উচিত নয়। আসলে আদালত সুগন্ধা সাহনি নামে এক মহিলার দায়ের করা একটি জনস্বার্থ আবেদনের ভিত্তিতে এই আদেশ দিয়েছে। এই আবেদনে তিনি লক্ষ্মণপুর, থান্ডি খুই এবং বান প্লাজা থেকে টোল আদায়ের উপর আপত্তি উত্থাপন করেছিলেন। তিনি বলেন, এই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তাহলে এখান দিয়ে যাতায়াতের সময় যাত্রীদের কেন এত বড় টোল ফি দিতে হবে?
তিনি বলেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে মহাসড়কের ৬০ শতাংশ নির্মাণাধীন রয়েছে। তাহলে পুরো টোল আদায়ের কোন মানে হয় না। তিনি দাবি করেন যে কাজ শেষ হওয়ার ৪৫ দিন পর টোল আদায় শুরু করা উচিত। এই শুনানিকালে, আদালত একটি কড়া মন্তব্য করে এবং টোল ৮০% কমানোর নির্দেশ দেয়।
আর পড়ুনঃ শ্রীরামপুর স্টেশনে অমৃত ভারত প্রকল্পে বাধা হকারদের! বিরাট নির্দেশ দিল হাইকোর্ট
বেঞ্চ বলেছে যে যদি মানুষ মহাসড়কে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হয় তবে সেখানে টোল আদায়ের কোনও অর্থ নেই। বিচারপতি বলেন, টোলের পক্ষে যুক্তি হলো, যদি জনসাধারণ ভালো রাস্তা পায়, তাহলে তার খরচের একটি অংশ পুনরুদ্ধারের জন্য টোল নেওয়া উচিত। যদি এমন কোন রাস্তা না থাকে তাহলে ফি দিয়ে লাভ কী?
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত সপ্তাহে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ জুড়ে…
ভারতের বালাকোটে বিমান হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান দাবি করে,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে অমুসলিম পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে…
টাটা মোটরস তাদের জনপ্রিয় ছোট গাড়ি ন্যানোকে নতুন রূপে ফিরিয়ে আনতে প্রস্তুত, এবার সম্পূর্ণ ইলেকট্রিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে টেলিকম গ্রাহকদের সবথেকে বড় সমস্যা হয় দাঁড়ায় বারবার রিচার্জ করা।…
সহেলি, মিত্র, কলকাতা: মে মাস শুরু হওয়ার আগেই মিলল বিরাট সুখবর। মুদ্রাস্ফীতির বাজারে অনেকটাই স্বস্তির…
This website uses cookies.