অক্টোবরেই বাজারে আসবে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী Android স্মার্টফোন

অক্টোবরে লঞ্চ হওয়ার কথা নতুন চিপ Snapdragon 8 Elite 2 প্রসেসর। একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই চিপ ব্যবহার করতে চলেছে কোম্পানিগুলি। চিপ প্রস্তুতকারকের দাবি, এটির গতি এবং পারফরম্যান্স আগের চিপের থেকেও উন্নত। এবার শোনা যাচ্ছে, নির্ধারিত তারিখের আগেই লঞ্চ হতে পারে নতুন প্রসেসর।

শুধু Snapdragon 8 Elite 2 নয়, এর সঙ্গে শীঘ্রই বাজারে আসতে পারে MediaTek Dimensity 9500 প্রসেসরও। দুটোই লেটেস্ট চিপ হবে, যার আসার অপেক্ষায় রয়েছে স্মার্টফোন কোম্পানিগুলি। বিশেষ করে চিনের ব্র্যান্ডগুলি। যারা চলতি বছরেই হয়তো তাদের স্মার্টফোনে এই দুই চিপসেট ব্যবহার করা শুরু করতে পারে।

READ MORE:  2029 সাল পর্যন্ত পাওয়া যাবে সফটওয়্যার আপডেট, সুখবর দিল এই স্মার্টফোন ব্র্যান্ড

Snapdragon 8 Elite 2 এবং Dimensity 9500 : দুই প্রসেসর সম্পর্কে জেনে নিন

Snapdragon 8 Elite 2

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo এর এক পোস্ট থেকে ফাঁস হয়েছে এই তথ্য, যে নির্ধারিত তারিখের (অক্টোবর) আগেই লঞ্চ হতে পারে Snapdragon 8 Elite 2 প্রসেসর। জানা গিয়েছে, সেপ্টেম্বরে বাজারে আসতে পারে দুই চিপসেট। Qualcomm এর Snapdragon সামিট রয়েছে অক্টোবরে। সম্প্রতি দেখা গিয়েছে, শাওমি এবং রিয়েলমি এমন দুই সংস্থা যাদের Qualcomm এর নতুন প্রসেসর প্রথম ব্যবহার করতে দেখা যায়।

READ MORE:  বদলে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা ভার্সন লঞ্চ হচ্ছে এই মাসেই

জানা গিয়েছে, এই প্রসেসরের উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে TSMC এর নতুন N3P প্রযুক্তি, যা Snapdragon 8 Gen 2 এর তুলনায় আরও ভালো GPU পারফরম্যান্স দিতে পারবে।

MediaTek Dimensity 9500

এদিকে, Dimensity 9500 চিপে যোগ হতে চলেছে দুই কর্টেক্স X930 কোর এবং ৬ কর্টেক্স A730 কোর। এতেও থাকতে পারে TSMC এর N3P, যা একইসাথে পারফরম্যান্স এবং দক্ষতা দুই বাড়াতে সাহায্য করবে। সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে এই প্রসেসরটি।

READ MORE:  OLA নিয়ে এল ৩টে নতুন বাইক, কম দামের সঙ্গে সেরা ফিচার্স

Scroll to Top