লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

‘অখন্ড ভারত’ তৈরিই লক্ষ্য, বাজেটে সেনার জন্য বরাদ্দ দেখেই কালঘাম ছুটছে পাকিস্তানের

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ মাসের পয়লা তারিখেই প্রকাশ্য এসেছে ইউনিয়ান বাজেট ২০২৫। ট্যাক্স ছাড় থেকে রেলের বরাদ্দ কত সব কিছু নিয়েই আলোচনা হয়েছে তবে দেশের সুরক্ষার খাতেও বড়সড় খরচ করা হতে চলেছে। মোট টাকার অঙ্কটা দেখার পর রীতিমত ঘুম উড়েছে পাকিস্তানের। পার্শ্ববর্তী দেশেরই এক বিশেষজ্ঞের মতে, ভারতের এই বিশাল প্রতিরক্ষা বাজেট রীতিমত চিন্তার বিষয়।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ভারতের ডিফেন্স বাজেট দেখে চিন্তায় পাকিস্তান

যেমনটা জানা যাচ্ছে এবছর বাজেটে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশের সুরক্ষা ব্যবস্থার জন্য (India Defence Budget)। যেটা গতবছরের তুলনায় ৯.৬৬% বেশি। মোট বাজেটের প্রায় ৪০% খরচ হচ্ছে সুরক্ষা খাতে। বাকি ৬০% টাকা অন্য খাতে ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে অন্যতম হল গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য ২ লক্ষ ৬৬ হাজার ৮ ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

READ MORE:  Terrorist Killed: ডেরায় ঢুকে নিকেশ ৩০ সন্ত্রাসবাদী, উথালপাতাল পাকিস্তান | Pakistan Army Kills 30 Terrorists in 3 Separate Operations

দেশের সুরক্ষার জন্য এই বিশাল টাকার বাইজেট দেখার পর রীতিমত চিন্তায় পড়েছেন পাকিস্তানি বিশেষজ্ঞরা। পাকিস্তানের এক প্রাক্তন সেনা আধিকারিক গুলাম মুস্তাফার মতে, এটা বিজেপি সরকারের অখন্ড ভারত তৈরির যোজনাই একটা অঙ্গ। ভারত শুধুমাত্র দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, এবার অখন্ড ভারত অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ভারতে শামিল করা হতে পারে!

READ MORE:  ATM থেকে টাকা তোলার চার্জ, SBI, PNB, HDFC ও ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম জানুন

ক্ষমতা দেখালো ভারতীয় নৌ বাহিনী

এদিন মুস্তাফা আরও জানান, ভারত সমুদ্র পেরিয়ে ইন্দোনেশিয়া ও মালেশিয়া পর্যন্ত নিজের বিস্তৃতি করতে চায়। এরপরেই ভারতীয় নৌ সেনার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘ ভারতের নৌ সেনার ক্ষমতাও যথেষ্ট উল্লেখযোগ্য। কারণ ইন্দোনেশিয়া ও মালেশিয়ার সমুদ্র অঞ্চলে হয় ভারত নয়তো চিনের নেভি থাকে।

আরও পড়ুনঃ বঞ্চিত উত্তরবঙ্গ! বাণিজ্য সম্মেলেনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ TMC-র শিল্পপতি বিধায়কের

চিন্তায় পাকিস্তান

ভারতের বিশাল নৌ সেনা বানিহী ও তার ক্ষমতা নিয়ে রীতিমত চিন্তায় পরে গিয়েছে পাকিস্তান। গুলাম মুস্তাফা প্রশ্ন তুলেছেন, এই বিশাল নৌ সেনা বাহিনী নিয়ে ভারত অন্য মহাদ্বীপগুলিতে আক্রমণ করবে না তো? তাছাড়া ভারত মহাসাগরে যদি ভারতের  নিয়ন্ত্রণ হয় তাহলে বায়ু সেনার সাথে একত্রিতভাবে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তারপরই হয়তো পাকিস্তানের দিকে নজর পড়তে পারে।

READ MORE:  Cooling Device: ৪০ হাজারের AC ছাড়ুন, বাড়িতে আনুন ৫ হাজারের এই ডিভাইস! নিমিষেই ঘর হবে ঠান্ডা | Techzere Electric Dehumidifier

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.