অনবদ্য ক্যামেরার সঙ্গে ভারতে এন্ট্রি নিচ্ছে Vivo V50, অবশেষে টিজার প্রকাশ সংস্থার
Vivo V50 সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শীঘ্রই ভারতে আসছে। লঞ্চের দিনক্ষণ ঘোষণা না হলেও, চাইনিজ সংস্থাটি ভারতে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে স্মার্টফোনটির টিজ শুরু করেছে। ভিভো গতকাল ডিভাইসটির প্রথম টিজার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেছে। Vivo V সিরিজের বিশেষত্ব লুকিয়ে থাকে ক্যামেরায়। আর V50-এর ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না।
“ক্যাপচার ইওর ফরএভার’ ট্যাগলাইন ইঙ্গিত দিচ্ছে, Vivo V50-এর প্রধান হাইলাইট ক্যামেরা। চলতি সপ্তাহের শুরুতে একটি পোস্টার ফোনেটির ব্যাক প্যানেলের ডিজাইন ফাঁস করেছিল। গোল ক্যামেরা মডিউল দুটি সেন্সর দেখা যায়। ভারতীয় বিবাহ থেকে অনুপ্রাণিত ‘রোজ রেড হিউ’ কালার অপশনটি সত্যিই খুব মিষ্টি দেখাচ্ছিল।
টিপস্টার অভিষেক যাদবের দাবি, ভিভো ভি৫০-এর দাম ভারতে ৩৭,৯৯৯ টাকার মধ্যে থাকতে পারে। ৪০,০০০ টাকার গন্ডি পেরোবে না বলেই তাঁর মত। এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রগন ৭ জেন ৩ চিপ ব্যবহার হতে পারে। ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে।
ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা থাকবে। ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ১৫ কাস্টম স্কিমে। এছাড়া, আইপি৬৮ বা আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স প্রোটেকশন থাকতে চলেছে।
Nothing-এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ করল। এর দাম…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক সপ্তাহ আগে গত সোমবার ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় যোগ্য অযোগ্যদের…
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
This website uses cookies.