অনবদ্য ছবি তুলবে, চারটে ক্যামেরার সাথে বাজার কাঁপাতে আসছে ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা
স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের সবচেয়ে অত্যাধুনিক মোবাইলে ‘Ultra’ শব্দটি ব্যবহার করে। আল্ট্রা ব্র্যান্ডেড ফোন মানেই ক্যামেরা থেকে শুরু করে প্রসেসরে ভরপুর চমক। আসন্ন Oppo Find X8 Ultra এর ক্ষেত্রেও একই জিনিসের পুনরাবৃত্তি দেখা যাবে। ওপ্পোর এই বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ১০ এপ্রিল চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই নানা সূত্র মারফত ডিভাইসটির নানা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। আর এখন এটির সম্পূর্ণ ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা কোয়াড ক্যামেরা সেটআপের সাথে আসবে। সিস্টেমের প্রাইমারি ক্যামেরাটি হল এফ/১.৮ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ সেন্সর। দ্বিতীয় ক্যামেরাটি হল একটি আল্ট্রা-ওয়াইড লেন্স। আর অন্য দুই ক্যামেরা হিসাবে রয়েছে, একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স যার জুম ৩x, ও একটি ৫০ মেগাপিক্সেল এলওয়াইটি ৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্স যার জুম ৬x।
ফোনটিতে ডুয়াল-পেরিস্কোপ জুম ক্যামেরা থাকার কারণে পূর্বসূরী, ফাইন্ড এক্স৭ আল্ট্রার তুলনায় আলো গ্রহণে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিশ্রুতি দেয় সামনের দিকে সেলফির জন্য, ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ওপ্পো প্রধান সেন্সরে নতুন “সুপার ক্রিস্টালাইন ব্লু গ্লাস” লেন্স ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করেছে, যা সামগ্রিকভাবে ছবির স্বচ্ছতা ও রঙের নির্ভুলতা উন্নত করে।
এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি ডেডিকেটেড ফিজিক্যাল শাটার বোতাম উপলব্ধ হবে। এছাড়া, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রাতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮২ ইঞ্চির কিউএইচডি+ অ্যামোলেড এলটিপিও ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। উচ্চ পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার হতে পারে। সর্বাধিক ১৬ জিবি + ১ টেরাবাইট স্টোরেজ অপশন পাওয়া যাবে।
ডিজাইনের দিক থেকে, ফোনে একটি গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে যার উপরে এবং ডানদিকে ডুয়াল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করবে। সবশেষে আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স ও স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা থাকবে।
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার…
This website uses cookies.