লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অনলাইনে টাকা লেনদেনে আসছে নতুন নিয়ম, UPI লেনদেনে লাগবে অতিরিক্ত চার্জ!

Published on:

অনলাইন পেমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম আসছে, যা Google Pay ব্যবহারকারীদের জন্য ধাক্কা হতে পারে। বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল পরিশোধে এবার অতিরিক্ত চার্জ কাটা হবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

কোন ক্ষেত্রে চার্জ বসবে?

Economic Times-এর এক প্রতিবেদন অনুসারে, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করলে ০.৫% থেকে ১% অতিরিক্ত চার্জ ধার্য করা হবে, যার সঙ্গে যুক্ত হবে GST-ও।

READ MORE:  ৮ বছর পর খুলল কপাল, এই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আগে Google Pay-এর মাধ্যমে বিল পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ লাগত না, তবে এবার সেই নিয়ম বদলাচ্ছে। যদিও Google Pay এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।

মোবাইল রিচার্জেও অতিরিক্ত চার্জ

প্রতিবেদন অনুযায়ী, গত এক বছর ধরে Google Pay-এর মাধ্যমে মোবাইল রিচার্জ করলে ব্যবহারকারীদের থেকে ৩ টাকা অতিরিক্ত চার্জ কাটা হচ্ছিল। পাশাপাশি, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সময় ১৫ টাকা প্রশাসনিক ফি নেওয়া হচ্ছে, যা অ্যাপে ‘প্রসেসিং ফি’ নামে উল্লেখ থাকছে।

READ MORE:  Happy Valentine's Day 2025 Wishes: প্রেম দিবসে এভাবে উইশ করুন প্রিয়জনকে, আরও সম্পর্ক গভীর হবে আপনাদের Happy Valentine's Day 2025 Wishes In Bengali

UPI লেনদেনেও চার্জ বসতে পারে!

এখনো পর্যন্ত UPI লেনদেনে Google Pay কোনো চার্জ নেয় না। তবে PWC-এর একটি রিপোর্ট বলছে, UPI ট্রানজেকশনের জন্য স্টেকহোল্ডারদের ০.২৫% ব্যয় করতে হয়। এই খরচ পোষাতে ফিনটেক সংস্থাগুলি নতুন রেভিনিউ মডেল তৈরি করছে।

ভারত সরকার এখনো পর্যন্ত UPI লেনদেন বিনামূল্যে রেখেছে, তবে ভবিষ্যতে এই পরিষেবাতেও চার্জ বসানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

READ MORE:  Maruti Jimmy: এবার জাপান কাঁপাবে মেড ইন ইন্ডিয়া Maruti Jimny, তবে অন্য নামে হবে লঞ্চ | Maruti Suzuki Launching Jimny in Japan See Features

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.