অনলাইনে প্রশিক্ষণ, রাজ্য পুলিশের পদোন্নতি ব্যবস্থায় বিরাট বদল আনছে নবান্ন
শ্বেতা মিত্র, কলকাতা: রাজ্য পুলিশের ট্রেনিংয়ে আমূল বদলে আসতে চলেছে আগামী দিনে। পুরাতন প্রথার পাশাপাশি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুলিশ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাইছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নির্দেশে প্রশিক্ষণ পদ্ধতিতে বদল আসতে চলেছে বলে জানা গিয়েছে।
পুলিশকর্মীদের পদোন্নতির জন্য আগে প্রশিক্ষণ দেওয়া হয়। মানে কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই ও পর্যায়ক্রমে ইন্সপেক্টর পদে দায়িত্ব নেওয়ার আগে পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক দেওয়ার কাজ হয় ব্যারাকপুরে। এতো দিন পুলিশ কর্মীদের পদোন্নতির জন্য যাবতীয় ট্রেনিং ব্যারাকপুরে দেওয়া হতো, এবার এই ব্যবস্থায় বদল হতে চলেছে। প্রথাগত ব্যবস্থার পাশাপাশি থাকতে চলেছে অনলাইন ব্যবস্থা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ব্যচ থেকেই নতুন পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে অনলাইন প্রশিক্ষণ নিয়ে সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ এই নয়া ব্যবস্থার পক্ষে, কেউ বিপক্ষে। করোনা অতিমারির সময়কাল থেকে প্রশাসনের বিভিন্ন ব্যবস্থাপনা অনলাইন মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। তাহলে পুলিশের ট্রেনিং ব্যবস্থাও অনলাইনে না হওয়ার কি আছে? পক্ষে রয়েছে এই প্রশ্ন। বিপক্ষে থাকা একাংশের যুক্তি, অফলাইন মাধ্যমে যে ভাবে প্রশিক্ষণ দেওয়া হতো, সেটা অনলাইন মাধ্যমে আদৌ কি সম্ভব?
কনস্টেবল থেকে এএসআই পদে প্রশিক্ষণের সময়ে একজন পুলিসকর্মীকে একটানা ৫৬ দিন ব্যারাকপুরে গিয়ে ট্রেনিং নিতে হয়। অন্যান্য পদের ক্ষেত্রে এই প্রশিক্ষণ সময়কাল মোটামুটি এক মাস। এই এক মাস ব্যারাকপুরে গিয়ে ট্রেনিং নেওয়া সবার পক্ষে যে খুব সহজ সাধ্য নয়, সেটা বলাই বাহুল্য। অনলাইন ব্যবস্থা হলে যাতায়াতের এই সমস্যা থাকবে না। পুলিশের কাজেও অনেক সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
Lenovo Idea Tab Pro জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছিল। এবার…
এই মুহূর্তে যদি আপনি প্রতি মাসে অর্থ উপার্জনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে…
প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: এবার বিমান থেকে স্রেফ চুরি গেল চাকা! অবাক কাণ্ডে শোরগোল পড়ে গেল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় প্রতিরক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ নাম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)।…
ভারতের সফট ড্রিংস বাজারের প্রতিযোগিতা এখন তুঙ্গে। কোকাকোলা এবং রিলায়েন্সের ক্যাম্পা যখন বাজার কাপাচ্ছে, ঠিক…
রিলায়েন্স জিও বড় দিওয়ালি অফার দিচ্ছে। জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে 3,599 টাকার বার্ষিক…
This website uses cookies.