অনলাইন পেমেন্ট ব্যবহার করলে সতর্ক হন, ১লা এপ্রিল থেকে আসছে বড়সড় পরিবর্তন
আপনি যদি Google Pay, PhonePe, Paytm বা অন্য কোন ইউপিআই অ্যাপ (Online Payment) ব্যবহার করে থাকেন তাহলে এখনি সতর্ক হন। কারণ ১লা এপ্রিল, ২০২৫ থেকে চালু হতে চলেছে নতুন ইউপিআই নিয়ম। ১লা এপ্রিল থেকে পুরনো বা নিষ্ক্রিয় মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই পরিষেবাগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
এই নতুন নিয়ম চালু করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এবার সমস্ত ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থার জন্য এই নিয়ম বাধ্যতামূলক। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন এবং কীভাবে এই সমস্যার সমাধান করবেন? সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অনেকে হয়তো জানেন না, যদি কোন মোবাইল নাম্বার ৯০ দিন বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে তাহলে টেলিকম অপারেটর সেটি অন্য গ্রাহকদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই নাম্বার যদি আগের গ্রাহকের ব্যাংক বা ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা থাকে, তাহলে নতুন ব্যবহারকারীর কাছে ভুলবশত গুরুত্বপূর্ণ ওটিপি বা লেনদেন সংক্রান্ত তথ্য পৌঁছাতে পারে।
আর এই সমস্যার কারণেই NPCI নতুন নিয়ম চালু করেছে, যাতে নিষ্ক্রিয় মোবাইল নাম্বারগুলিকে ব্যাংক সিস্টেম থেকে সরিয়ে ফেলা যায় এবং পুরনো নাম্বার নতুন গ্রাহকের কাছে গেলে ভুল লেনদেন এড়ানো সম্ভব হয় এবং ব্যাংকিং নিরাপত্তা আরো জোরদার হয়।
১লা এপ্রিল, ২০২৫ থেকে যে সমস্ত মোবাইল নাম্বার নিষ্ক্রিয় রয়েছে, সেগুলোর সঙ্গে সংযুক্ত ব্যাংক এবং ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি NPCI প্রতি সপ্তাহে ব্যাংকগুলির কাছে নিষ্ক্রিয় নাম্বারের তালিকা পাঠিয়ে দেবে এবং ব্যাংক এই নাম্বারগুলি তাদের সিস্টেম থেকে মুছে দেবে। তাই যদি আপনার ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নাম্বার নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে লেনদেন আটকে যেতে পারে।
আপনার ব্যাংকিং পরিষেবা সচল রাখতে গেলে অবশ্যই আপনার পুরনো নাম্বার বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচান। অর্থাৎ, সিমটিতে রিচার্জ করুন বা অন্তত কল বা মেসেজ করুন, যাতে এটি নিষ্ক্রিয় না হয়। যদি আপনার মোবাইল নাম্বার বদলানো হয়ে থাকে, তাহলে দ্রুত ব্যাংকে গিয়ে বা ইউপিআই অ্যাপে গিয়ে নাম্বার আপডেট করুন।
আপনার ব্যাংক বা ইউপিআই অ্যাপে গিয়ে নিশ্চিত করুন যে, সেখানে নাম্বারটি সচল রয়েছে। পাশাপাশি যদি আপনি কোন জরুরী ওটিপি বা নোটিফিকেশন পান, তাহলে বুঝবেন যে নাম্বারটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাই এখন থেকে সতর্ক হন এবং সবরকম পরিকল্পনা নিয়ে কাজ করুন।
iQOO Z10 Turbo স্মার্টফোন বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক প্রসেসরের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঁকুড়ার (Bankura) জঙ্গলে দেখা মিলল এক অদ্ভুত প্রাণীর। দেখতে একেবারে হরিণের অনুরূপ।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সরকারি ইন্টার্নশিপ ট্রেনিং-এর সুযোগ খুঁজছেন, যেখানে ট্রেনিং নিলে ভবিষ্যতে চাকরির…
একজন ভারতীয় নাগরিকের জীবনে ভোটার আইডির বিশেষ গুরুত্ব রয়েছে। নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধার…
Oppo Find X8 Ultra আগামী ১০ এপ্রিল চীনে Find X8s, Find X8s+, Watch X2 Mini…
দেশের কোটি কোটি গ্রাহকের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ATM লেনদেন সংক্রান্ত RBI-এর সাম্প্রতিক…
This website uses cookies.