অনশন তো হলই, আজ থেকে আরও বড় কর্মসূচি! বড় ঘোষণা চাকরিহারাদের
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। যার প্রতিবাদে শহরের অপর প্রান্তে পৃথক কর্মসূচি চলছে। গত বৃহস্পতিবার থেকে সল্টলেকে সুমন বিশ্বাস, প্রতাপ রানা এবং পঙ্কজ রায় নামের তিন চাকরিহারা প্রার্থী অনশনে বসেছিলেন। কিন্তু শনিবার সুমন বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শেষমেষ রবিবার তাঁরা অনশন তুলে নিয়েছেন। আগামী দিনে কোন পথে তাঁদের আন্দোলন এগোবে, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। শুধু বাংলা নয়, এবার টার্গেট রাজধানীতেও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রমাগত আন্দোলন চালানোর বার্তা দিলেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের (WB Jobless Teachers) একাংশ।
গতকাল অর্থাৎ রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করে চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’। আর এই সংগঠনের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল একাধিক কর্মসূচির কথা ঘোষণা করে সমাজের সব স্তরের সাহায্য এবং সমর্থন প্রার্থনা করেন। এদিন সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, পয়লা বৈশাখের দিন বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে আলোচনাসভা হবে। যে সমস্ত চাকরিহারা এখনও পর্যন্ত স্কুলে গিয়ে কাজ করছেন, বৃহস্পতিবার তাঁরা বিশেষ ব্যাজ পরে প্রতিবাদ জানাবেন। তবে তবে তার আগে আজ অর্থাৎ সোমবার, বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারপতিকে বিকেল পাঁচটা নাগাদ ওয়াই চ্যানেলে আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। সেখানে তাঁরা নিজেদের সমস্যার কথা জানাবেন।
পাশাপাশি আজ দুপুর ১২টায় চাকরিহারাদের একটি প্রতিনিধি দল বাসে রওনা দেবে যন্তরমন্তরের উদ্দেশে। বাস ছাড়বে ওয়াই চ্যানেল থেকে। যে রাজ্যগুলির উপর দিয়ে বাস যাবে সেখানে লিফলেট বিলি করে চাকরিহারাদের সমস্যার কথা জানানো হবে। আগামী ১৬ এপ্রিল যন্তরমন্তরে ধর্না কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। এছাড়াও সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই দিন দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ থেকে চাকরিহারাদের একটি মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। তার পর তাঁদের কয়েক জন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ প্রার্থনা করবেন।
এছাড়াও কর্মসূচির তালিকা মারফৎ জানা গিয়েছে আগামী ২৩ এপ্রিল এবং ২৮ এপ্রিল রাস্তায় রাস্তায় পথসভা করবেন চাকরিহারারা। এবং আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের। এই সংগঠনের সদস্যেরা ৭ মে-র পর আমরণ অনশনের ডাক দিয়েছেন। জানা গিয়েছে ১৮ এবং ১৯ এপ্রিল বিভিন্ন জেলায় গণ স্বাক্ষর সংগ্রহ করবেন চাকরিহারারা। অন্যদিকে ওয়াই চ্যানেলে একটি বাক্স বসিয়েছেন আন্দোলনকারীরা। একটি কাগজে সংশ্লিষ্ট পরামর্শ লিখে ওই বাক্সে ফেলে যাওয়ার অনুরোধ করেছেন। সকল চাকরিহারাকে আন্দোলনে শামিল করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন গ্রামের উন্নয়ন মানেই সরকারি প্রকল্পের উপর ভরসা…
আমাদের দৈনন্দিন জীবনে আধার কার্ড (Aadhaar Card) সব থেকে গুরুত্বপূর্ণ এক অংশ। ব্যাংক থেকে শুরু…
Samsung আজ তাদের নতুন রাগড স্মার্টফোন Galaxy XCover7 Pro লঞ্চ করল। এই সিরিজের অধীনে দক্ষিণ…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা প্রায়ই উঠে আসছে খবরের পাতাতে। নিয়োগ…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি সপ্তাহের শুরু থেকেই বেশ কিছুদিন লাগাতার ঝড়-বৃষ্টির সম্ভাবনার (Weather Update) কথা…
ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ব্যস্ততম পরিবহন ব্যবস্থার মধ্যে একটি। এই বিশাল নেটওয়ার্কের…
This website uses cookies.