লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অন্ধ্রপ্রদেশের KIA-র কারখানা থেকে চুরি গাড়ির ৯০০ ইঞ্জিন! টেরই পায়নি কোম্পানি

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্ধ্রপ্রদেশের পেনুকোন্ডা শহরে অবস্থিত কিয়া ইন্ডিয়ার (Kia India) গাড়ি নির্মাণ প্ল্যান্টে ঘটেছে এক অবিশ্বাস্য চুরি। হ্যাঁ, গত ৫ বছরে প্রায় ৯০০টি ইঞ্জিন চুরি হয়েছে। কিন্তু এতদিন ধরে কোম্পানির টনক নড়েনি। আর গত এক বছরের পূর্ণাঙ্গ অডিটে ব্যাপারটি সামনে আসায় ঘটনার তিন সপ্তাহ পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে KIA কর্তৃপক্ষ।  আর এই রহস্যজনক চুরির কান্ড বিভিন্ন রকম প্রশ্ন সামনে আনছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এত বড় চুরির ঘটনা এতদিন কোম্পানির নজরে আসলো না কেন?


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

২০২০ সাল থেকেই চলছে চুরি

পেনুকোন্ডার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার জানিয়েছেন, এই চুরির সূত্রপাত ২০২০ সালে। তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে মোট ৯০০টি ইঞ্জিন চুরি হয়েছে। তবে সবথেকে আশ্চর্যের বিষয়, এই ইঞ্জিনগুলি কারখানার ভিতর থেকেই এবং কিছু ইঞ্জিন উৎপাদন কেন্দ্রে যাওয়ার পথে গায়েব হয়েছে।

READ MORE:  কুম্ভমেলায় নাশকতা চালানোর ছক, যোগী রাজ্যে ধৃত জঙ্গির পরিচয় জেনে আঁতকে উঠবেন

পুলিশ ধারণা করছে, এই কাজ কারোর একার সাধ্য নয়। বরং কিছু বর্তমান এবং প্রাক্তন কর্মীরা জোটবদ্ধভাবেই চুরি করেছে। পুলিশ ইতিমধ্যেই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কিয়ার নীরবতায় প্রশ্নের মুখে পড়ছে নিরাপত্তা ব্যবস্থা

এই ঘটনার পর কিয়া মোটরস কার্যত মুখে কুলুপ এঁটেছে। তারা জানিয়েছে, তদন্ত এখনো চলছে। তাই কোম্পানি এখন মুখ খুলবে না। কিয়ার এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানিয়েছে, “আমরা বছরে প্রায় তিন থেকে চার লক্ষ গাড়ি তৈরি করি। তাই ৯০০টি ইঞ্জিন চুরি হওয়ায় উৎপাদনের উপর কোনোরকম প্রভাব পড়েনি।”

READ MORE:  বাংলার এক জেলাতেই ১০ কোটি টাকার মদ বিক্রি! দোলে বিপুল লক্ষ্মীলাভ রাজ্য সরকারের

তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসছে, এই বিপুল পরিমান ইঞ্জিন চুরি হল, অথচ কোম্পানি এতদিন জানতেই পারল না। ফলে মূল প্রশ্নচিহ্নটি আসছে, কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

বিশেষ তদন্তকারী দল মাঠে নামছে

এই ভয়ানক চুড়ির তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে। কারা এই চুরির সঙ্গে যুক্ত এবং কীভাবে ইঞ্জিনগুলি গায়েব হয়েছে, সবকিছুই কাগজ-কলমে খতিয়ে দেখা হচ্ছে। তবে একটি আন্তর্জাতিক গাড়ি নির্মাতা সংস্থার এমন গাফিলতি নিঃসন্দেহে প্রশ্ন দাঁড় করাচ্ছে। এখন দেখার বিষয়, পুলিশ তদন্তে কতটা তথ্য পায় এবং এই ইঞ্জিন চুরির পিছনে মূল কান্ডারীদের কত দ্রুত গ্রেফতার করা হয়।

READ MORE:  পিছিয়ে গেল ট্রায়াল! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নিয়ে দুঃসংবাদ

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.