অপেক্ষার অবসান, অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস! দিনক্ষণ জানাল NASA
সৌভিক মুখার্জী, কলকাতাঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ৯ মাস মহাকাশে কাটানোর পর ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং তার সঙ্গী বুচ উইলমোর পৃথিবীতে ফিরছেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। NASA এর তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৬ই মার্চ তারা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চেপে পৃথিবীতে অবতরণ করবেন।
২০২৪ সালের ৫ই জুন, স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) গিয়েছিল নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। জানলে অবাক হবেন, তাদের মিশনের মেয়াদ ছিল মাত্র ১০ দিন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেই সংক্ষিপ্ত মিশন ৯ মাসের এক দীর্ঘতম যাত্রায় পরিণত হয়।
নাসা প্রথমে পরিকল্পনা করেছিল যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। কিন্তু সেই পরিকল্পনাও কার্যত ব্যর্থ হয়। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা স্পেসএক্স ক্রু-৯ মিশনের মাধ্যমেই পৃথিবীতে অবতরণ করবেন।
সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নন। তাদের সঙ্গে আরও দুই মহাকাশচারী নিক হেগ এবং আলেকজান্ডার গরবুনভও ১৬ই মার্চ পৃথিবীতে ফিরছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে নাসার স্টারলাইনার মহাকাশযানটি মহাকাশচারী ছাড়াই পৃথিবীতে ফিরে আসে। এরপর থেকেই তাদের ফেরার পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয় মহাকাশ গবেষণা সংস্থায়।
এদিকে নাসার ক্রু-১০ মিশন শুরু হতে চলেছে আগামী ১২ই মার্চ। কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেবেন আরও ৪ মহাকাশচারী। যাদের মধ্যে থাকবেন অ্যান ম্যাকলেন, তাকুয়া ওনিশি, নিকোল আয়ার্স এবং কিরিল পেসকভ। তাদের জন্য ব্যবহার করা হবে “এন্ডুরেন্স” ক্যাপসুল। নতুন ক্রু ড্রাগন মহাকাশযান এখনও সম্পূর্ণ প্রস্তুত করা হয়নি। তাই এই পরিবর্তন আনা হয়েছে।
নাসার মতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ১৬ই মার্চ পৃথিবীতে ফিরছেন। তাদের এই ১০ দিনের মিশন ৯ মাসে পরিণত হওয়ায় মহাকাশপ্রেমীদের আকর্ষণ এখন তুঙ্গে। এখন শুধু অপেক্ষা, কবে তাদের মহাকাশযান পৃথিবীতে সফলভাবে অবতরণ করে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.