অপেক্ষার অবসান, মহাকাশে পৌঁছে গেল মাস্কের যান! কবে পৃথিবীতে ফিরছেন সুনীতারা?
সৌভিক মুখার্জী, কলকাতাঃ নয় মাস ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০ (SpaceX Crew-10 mission) ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্যে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ফিরে আসছেন তারা।
গত বছরের জুন মাসে মহাকাশে যাত্রা করেছিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। জানলে অবাক হবেন, তাদের পরিকল্পনা ছিল মাত্র ৮ দিন মহাকাশে কাটিয়ে ফিরে আসার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে তাদের ফিরে আসার কথা ছিল, সেটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ফলে সেই ৮ দিনের সফর গড়িয়ে দীর্ঘ ৯ মাসে পরিণত হয়।
এমতাবস্থায় নাসা কোনরকম ঝুঁকি নিতে চায়নি। তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অন্য কোন নিরাপদ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সেই সময় চলে এসেছে।
গতকাল, শনিবার ভোরবেলায় ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ক্রিউ-১০ মহাকাশযান। একদিনের মধ্যেই রবিবার সকাল ৯ঃ৩৫ মিনিটে মহাকাশে পৌঁছে যায় এই মহাকাশযানটি। কিন্তু মহাকাশযান পৌঁছালেও হঠাৎ করেই তো আর দরজা খোলা যায় না। আগে নির্দিষ্ট কিছু নিরাপত্তা এবং পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই পরবর্তী ১ ঘণ্টার মধ্যে অর্থাৎ, সকাল ১০ঃ৩৫ মিনিটে ক্রিউ-১০ মহাকাশযানের দরজা খোলা হয়।
স্পেসএক্স ক্রিউ-১০-এ মহাকাশে গিয়েছেন আরও চারজন নতুন মহাকাশচারী। তারা হলেন অ্যান ম্যাকলেন (নাসা), নিকোল আইয়ার্স (নাসা), টাকুয়া ওনিশি (জাপানের জাক্সা সংস্থা) এবং কিরিল পেসকভ (রাশিয়ার রসকসমস সংস্থা)। তারা মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝে নেওয়ার পরেই সুনিতা এবং বুচ পৃথিবীতে ফিরে আসবেন বলে বেশ কিছু সূত্র দাবি করছে।
সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী বুধবার অর্থাৎ, ১৯শে মার্চ, ২০২৫ তারিখ ভারতীয় সময় দুপুর ১ঃ৩০ নাগাদ ক্রিউ-১০ মহাকাশযানটি সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং বাকি ৪ মহাকাশচারীকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে।
মহাকাশে দীর্ঘ ৯ মাস আটকে থাকার কারণে মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জ যে কতটা কঠিন হয়ে দাঁড়াবে, তা সহজেই বোধগম্য। তবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ মহাকাশচারী। এই দীর্ঘ সময়ে তারা নানারকম বৈজ্ঞানিক গবেষণায় নিজেদেরকে ব্যস্ত রেখেছিলেন। তবে যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই তারা পৃথিবীর মাটিতে আবার পা রাখবেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ কলকাতা থেকে কাশ্মীর যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগবে! কেমন হবে? অবিশ্বাস্য…
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে বিনিয়োগ তো সবাই করতে চায়, কিন্তু সবাই সঠিক পথ বা সঠিক…
বর্তমানে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাজারে নতুন সংযোজন “জালিও লিটল গ্রেসি”, যা…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চের গরমে কার্যত কালঘাম ছুটে যাচ্ছে দেশবাসীর। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফাল্গুন গড়িয়ে চৈত্র সবে শুরু হয়েছে। আর মাসের শুরুতেই তীব্র দাবদাহে (Heat…
This website uses cookies.