অপেক্ষা শেষ! iQOO Neo 10R বাজারে ঝড় তুলতে এই দিন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখুন
আইকো গত কয়েকদিন ধরে তাদের নতুন স্মার্টফোন iQOO Neo 10R 5G টিজ করছিল। আজ আবার এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। আগামী ১১ মার্চ ফোনটি বাজারে পা রাখবে। উল্লেখ্য, লঞ্চের আগেই এই ফোনের ল্যান্ডিং পেজ অ্যামাজনে লাইভ হয়েছে। এখান থেকে iQOO Neo 10R এর কিছু বিশেষ স্পেসিফিকেশন জানা গেছে। অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, নতুন ডিভাইসটি ব্লু-হোয়াইট ডুয়েল-টোন ফিনিশ সহ আসবে এবং এটি রেসিং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে।
গেমিং এর জন্যেও দুর্দান্ত হবে iQOO Neo 10R ফোন। এর ডিসপ্লে ২০০০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি আল্ট্রা গেম মোড সহ আসবে। আইকো এই ফোনের দামের বিষয়েও ইঙ্গিত দিয়েছে। iQOO জানিয়েছে যে নিও ১০ আর দাম ভারতে ৩০,০০০ টাকারও কম হবে। এর সাথে পোকো এক্স ৭ প্রো এর টক্কর চলবে, যেখানে ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
রিপোর্ট অনুসারে, আইকো নিও ১০ আর ডিভাইসে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬৪০০ এমএএইচ ব্যাটারি। রিপোর্টে বলা হয়েছে এটি গত মাসে আসা iQOO Z9 Turbo Endurance Edition এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই স্মার্টফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য, আইকো নিও ১০ আর স্মার্টফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।
Nothing-এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ করল। এর দাম…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক সপ্তাহ আগে গত সোমবার ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় যোগ্য অযোগ্যদের…
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
This website uses cookies.