লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অফারের বৃষ্টি, ১০ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ফিচারে ঠাসা Realme GT 6T স্মার্টফোন

Published on:

স্মার্টফোনের বাজারে একটি নামী মডেল Realme GT 6T স্মার্টফোনের উপর ভাল ছাড় পাওয়া যাচ্ছে। শুধু এই ফোন নয়, বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্টফোন পর্যন্ত সব ধরনের স্মার্টফোনের উপর বিশাল ছাড় দিচ্ছে অ্যামাজন। গত বছর মে মাসে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৬টি। গেমিংয়ের পাশাপাশি এই ফোনে শক্তিশালী প্রসেসর ও আকর্ষণীয় ক্যামেরা রয়েছে।

Realme GT 6T এর ডিসকাউন্ট ও অফার

লঞ্চের সময়, রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম ছিল ৩২,৯৯৯ টাকা। তবে, অ্যামাজনে এটি ১৯ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। যার ফলে এর দাম মাত্র ২৮,৯৯৮ টাকায় নেমে এসেছে। উল্লেখ্য, এই অফারটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য।

READ MORE:  Realme Neo 7 SE Antutu Score: উন্নত কুলিং সিস্টেম, সঙ্গে শক্তিশালী প্রসেসর, পারফরম্যান্সে ঝড় তুলবে Realme Neo 7 SE | Realme Neo 7 SE Dimensity 8400 Max Chipset

উপরন্তু, পাওয়া যাবে ব্যাঙ্ক অফার। ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,৭৫০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ডিবিএস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। তবে এই কার্ডগুলি না থাকলেও, সকল ক্রেতাদের জন্য ৫,০০০ টাকার কুপন ছাড় রয়েছে। সবমিলিয়ে রিয়েলমি জিটি ৬টি স্মার্টফোন সর্বনিম্ন ২২,৪৯৮ টাকায় কেনা যাবে।

READ MORE:  Vivo Y29s 5G Launched: ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Vivo Y29s 5G লঞ্চ হল, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি কি আছে | Vivo Y29s 5G Price

Realme GT 6T এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি জিটি ৬টি-তে মিলবে প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং ফ্রেম। রয়েছে আইপি৬৫ রেটিং, যা ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদান করে। এই স্মার্টফোনের ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিলবে HDR সাপোর্ট এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০০ নিটস। রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা।

READ MORE:  Budget 2025: স্মার্টফোন থেকে TV, বাজেটে কোন জিনিস হল সস্তা কার বাড়ল দাম? দেখে নিন তালিকা | Budget 2025 What got Cheaper and Which Products became cheap?

১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ-সহ এতে স্ন্যাপড্রাগন ৭+ জেনারেশন ৩ প্রসেসর পাওয়া যাবে Realme GT 6T ডিভাইসে। ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,৫০০ এমএএইচ, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.