অফারের বৃষ্টি, ১০ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ফিচারে ঠাসা Realme GT 6T স্মার্টফোন
স্মার্টফোনের বাজারে একটি নামী মডেল Realme GT 6T স্মার্টফোনের উপর ভাল ছাড় পাওয়া যাচ্ছে। শুধু এই ফোন নয়, বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্টফোন পর্যন্ত সব ধরনের স্মার্টফোনের উপর বিশাল ছাড় দিচ্ছে অ্যামাজন। গত বছর মে মাসে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৬টি। গেমিংয়ের পাশাপাশি এই ফোনে শক্তিশালী প্রসেসর ও আকর্ষণীয় ক্যামেরা রয়েছে।
লঞ্চের সময়, রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম ছিল ৩২,৯৯৯ টাকা। তবে, অ্যামাজনে এটি ১৯ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। যার ফলে এর দাম মাত্র ২৮,৯৯৮ টাকায় নেমে এসেছে। উল্লেখ্য, এই অফারটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য।
উপরন্তু, পাওয়া যাবে ব্যাঙ্ক অফার। ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,৭৫০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ডিবিএস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। তবে এই কার্ডগুলি না থাকলেও, সকল ক্রেতাদের জন্য ৫,০০০ টাকার কুপন ছাড় রয়েছে। সবমিলিয়ে রিয়েলমি জিটি ৬টি স্মার্টফোন সর্বনিম্ন ২২,৪৯৮ টাকায় কেনা যাবে।
রিয়েলমি জিটি ৬টি-তে মিলবে প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং ফ্রেম। রয়েছে আইপি৬৫ রেটিং, যা ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদান করে। এই স্মার্টফোনের ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিলবে HDR সাপোর্ট এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০০ নিটস। রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা।
১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ-সহ এতে স্ন্যাপড্রাগন ৭+ জেনারেশন ৩ প্রসেসর পাওয়া যাবে Realme GT 6T ডিভাইসে। ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,৫০০ এমএএইচ, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানির ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি যেন কালঘাম ছোটাচ্ছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই ছাতা ছাড়া রাস্তায়…
Redmi A5 বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় লঞ্চের পর, এবার গ্লোবাল মার্কেটে প্রবেশ করল। নতুন এই লো…
This website uses cookies.