Photo Credit – BikeWale
Hero MotoCorp ইতিমধ্যেই তাদের Vida ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার ভারতে বিক্রি করছে। এবার সংস্থার লক্ষ্য ইলেকট্রিক বাইক। তাই দেশের বৃহত্তম এই টু-হুইলার কোম্পানি তাদের প্রথম ব্যাটারি পরিচালিত মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট করছে। তবে এটি কোনও কমিউটার বা নেকেড স্ট্রিটফাইটার বাইক নয়, ছবি দেখে ইলেকট্রিক ডার্ট বাইক বলেই মনে হচ্ছে।
উল্লেখ্য, আমেরিকার বিখ্যাত প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল প্রস্তুতকারী Zero Motorcycles-এ হিরোর বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। দুই সংস্থা যৌথ উদ্যোগে ই-বাইক বানানোর খবরও সামনে এসেছিল। তাই ডার্ট বাইকটি সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় বাজারে হিরোর দাপট ও বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিভাগে জিরোর দক্ষতার মিশেলে তৈরি হওয়া পণ্যটি সাড়া ফেলতে পারে।
ফাঁস হওয়া সেই পেটেন্ট ছবিতে হারোর একটি সম্ভাব্য বৈদ্যুতিক ডার্ট বাইকের নকশা প্রকাশ হয়েছে। এটির বডিওয়ার্কে পাতলা গঠন, সরু আসন, লম্বা অবস্থান, হাই ফ্রন্ট ফেন্ডার, ট্রাডিশনাল সুইংআর্ম, ন্যূনতম সাইড প্যানেল, একটি টিউবুলার হ্যান্ডেলবার এবং প্লাস্টিকের লিভার গার্ড রয়েছে। যে সব ডিজাইন এলিমেন্ট চোখে পড়ছে তাতে একে রেসিং ট্র্যাকের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে অনুমান। অর্থাৎ রোড-লিগ্যাল নাও হতে পারে।
হিরোর ডার্ট বাইকের ডিজাইনে আরও কিছু বিষয় লক্ষ্য করা গিয়েছে। এর ব্যাটারিটি সামনের দিকে স্থাপন করা হয়েছে এবং মিড-মাউন্টেড মোটরটি চেইন ড্রাইভের মাধ্যমে শক্তি চাকয় পৌছে দেবে। সাসপেনশনের জন্য সামনে লং ট্রাভেল ফর্ক ও পিছনে মনোশক ইউনিট দেওয়া হয়েছে। চাকায় স্পোক রয়েছে এবং দুই প্রান্তে ডিস্ক ব্রেক বর্তমান। হিরোর এই বাইকটির শুধু ডিজাইন প্রকাশ হয়েছে, ফলে লঞ্চ হতে এখনও অনেক দেরি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.