অবশেষে দত্তপুকুরে মুণ্ডহীন দেহকাণ্ডে গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী!

প্রীতি পোদ্দার, দত্তপুকুর: গত সোমবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের (Duttapukur) ছোট জাগুলিয়ার বাজিতপুরের চাষের জমিতে এক যুবকের মুণ্ডহীন মৃতদেহ পাওয়া গিয়েছিল। কিন্তু ঘটনায় ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও মেলেনি কাটা মুণ্ডু। তবে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ধৃত ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলেও স্বীকার করে নেয়। গতকাল যুবকের মুণ্ডহীন দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসে। ময়নাতদন্ত বিশেষজ্ঞদের অনুমান, খুব ধারালো অস্ত্র দিয়ে এক কোপেই ধড় থেকে মুণ্ডু আলাদা করা হয়েছে ওই যুবকের।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ঘটনাটি কী?

গত দুইদিন ধরে মৃত যুবকের পরিচয় জানার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে পুলিশ। একমাত্র ভরসা ছিল ট্যাটু। বাঁ হাতে আঁকা রয়েছে দুটি ট্যাটু। একটিতে লাভ চিহ্ন এবং অপরটিতে ইংরেজি হরফে R অক্ষর লেখা। এই ‘R’ অক্ষর ধরেই তদন্তে এগোয় পুলিশ। অবশেষে জানা যায় মৃত যুবকের নাম হজরত লস্কর। ২৯ বছর বয়সী ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটার আঙুলকাটা এলাকায়। আর এই খুনের কিনারায় অবশেষে ধরা পড়ল ওবায়দুল্লাহ মণ্ডল নামে এক ব্যক্তিকে। তিনি আদতে মৃত হজরত লস্করের আত্মীয়।

READ MORE:  রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা, এক ক্লিকেই জেনে নিন সমস্ত বিস্তারিত তথ্য

পুলিশ সূত্রে খবর, হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ত্রাস ছিল হজরত লস্কর ও তার মাসতুতো ভাই ওবায়দুল্লাহ মণ্ডলের। কিন্তু কয়েক বছর আগেই হজরত সেসব ছেড়ে উত্তরপাড়ার পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। অন্যদিকে পুলিশের কাছে ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ। এদিকে মাসতুতো ভাই ওবায়দুল্লাহ জেলে থাকার সময়ই তার স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরে হজরত। এদিকে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে ওবায়দুল্লাহ মণ্ডল। কিন্তু ছাড়া পেতেই প্রতিশোধের আগুন যেন আরও জ্বলে ওঠে।

READ MORE:  কলকাতায় এবার হাসপাতাল খুলছেন দেবী শেঠি! জানেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত ?

বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই কি খুন?

এরপরেই জেল থেকে বেরিয়ে ওবায়দুল্লাহ ফোন করে ডেকে পাঠায় হজরতকে। আর হজরত সেখানে আসতেই নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। ওবায়দুল্লাহর সঙ্গে আরও একজন ছিল বলে জানায় পুলিশ। তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় খুনের কথা নিজেই কবুল করেছে ওবায়দুল্লাহ মণ্ডল। তবে, এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ওবায়দুল্লাহর স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে আজ ধৃতদের নিজেদের হেফাজতে নিতে বারাসাত আদালতে পেশ করতে চলেছে পুলিশ।

READ MORE:  গরমের ছুটিতে ঘোরার প্ল্যান, অথচ ট্রেন হাউস ফুল! এই ৩ ট্রিকেই মিলবে কনফার্ম টিকিট