অবশেষে বাজারে আসছে অ্যাপলের Foldable iPhone ও iPad, কবে থেকে উৎপাদন শুরু জেনে নিন

Apple শীঘ্রই ফোল্ডেবল আইফোন ও আইপ্যাড বাজারে আনতে চলেছে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে Apple Foldable ডিভাইসগুলির ব্যাপক উৎপাদন শুরু হতে পারে। আগামী মাসে উভয় ফোল্ডেবল ডিভাইসের একটি প্রোটোটাইপ সামনে আনা হতে পারে। প্রোটোটাইপগুলিরর পরীক্ষা শেষ হওয়ার পর সেগুলি বড় পরিসরে উৎপাদনের জন্য প্ল্যান্টে পাঠাবে মার্কিন প্রযুক্তি সংস্থাটি।

বর্তমানে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য রয়েছে স্যামসাংয়ের। গ্লোবাল মার্কেটে মোট ফোল্ডেবল স্মার্টফোন বিক্রির অর্ধেকের বেশি দক্ষিণ কোরিয়ার দখলে। এদিকে, চীনা কোম্পানি Huawei, Oppo, Xiaomi এবং Motorola-ও সাম্প্রতিক দিনগুলিতে তাদের ফোল্ডেবল ফোনের পোর্টফোলিও শক্তিশালী করেছে। এছাড়া ইনফিনিক্স ও টেকনোর মতো ব্র্যান্ডগুলি সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে।

READ MORE:  ভারতে Apple এর নতুন রেকর্ড, একবছরে সবচেয়ে বেশি iPhone বিক্রি

ম্যাকরিউমার্সের এক রিপোর্টে বলা হয়েছে, আগামী বছরের দ্বিতীয়ার্ধে অ্যাপলের ফোল্ডেবল আইফোন ও ফোল্ডেবল আইপ্যাডের উৎপাদন শুরু হতে চলেছে। অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক জেফ পু দাবি করেছেন যে, অ্যাপল প্রাথমিকভাবে দুটি ফোল্ডেবল ডিভাইসের উৎপাদন শুরু করবে, যার মধ্যে একটি আইফোন এবং একটি আইপ্যাড হতে পারে।

Apple Foldable iPhone ও iPad এর ফিচার

পু এর মতে, অ্যাপলের ফোল্ডেবল ডিভাইসগুলি আগামী মাসে, এপ্রিলে প্রোটোটাইপ পর্যায়ে পৌঁছাবে। এরপর অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোনের একটি বাস্তব মডেল তৈরি হবে। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ২০২৭ সালের প্রথম দিকে ফোল্ডেবল ডিভাইসগুলি লঞ্চ করতে পারে। ফোল্ডেবল আইফোনে ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে থাকতে পারে, অন্যদিকে এর কভার ডিসপ্লের সাইজ হতে পারে ৫.৫ ইঞ্চি। এটি গ্যালাক্সি জেড ফোল্ডের অনুরূপ বই-স্টাইল ডিজাইন সহ বাজারে আসবে। সাইড-মাউন্টেড টাচ আইডি এবং ফেস আনলকের মতো ফিচার এতে দেওয়া হতে পারে। এদিকে, ফোল্ডেবল আইপ্যাডে বড় ১৮.৮ ইঞ্চি ওএলইডি স্ক্রিন থাকতে পারে।

READ MORE:  Blinkit starts Delivery iPhone MacBook: ১০ মিনিটেই আইফোন, আইপ্যাড সহ সমস্ত Apple প্রোডাক্টের ডেলিভারি, নয়া পরিষেবা ব্লিঙ্কিটের | Blinkit Deliver Apple Product 10 minutes Select Cities

Scroll to Top