অবশেষে স্বস্তি! মাধ্যমিকে অঙ্কের প্রশ্ন নিয়ে জোড়া বিতর্কের সমাধান করল পর্ষদ, নম্বর মিলবে?
প্রীতি পোদ্দার, কলকাতা: শুরু হয়ে গিয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ( Madhyamik Exam 2025 )। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। যা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। তাঁদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সকাল ১০টা ৪৫-এ। এবংপরীক্ষা শুরু হচ্ছে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। কিন্তু এই আবহে ফের প্রশ্নপত্রের বিতর্ক উঠে এল। ডানা বাঁধল অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নেই।
গত শনিবার মাধ্যমিক ২০২৫ এর অঙ্ক পরীক্ষা হয়েছিল। কিন্তু চলতি বছরের অঙ্ক পরীক্ষাকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্নপত্র ব্যাপক কঠিন হওয়ায় বেজায় মন খারাপ পরীক্ষার্থীদের। এই আবহে নানা দিক থেকে অভিযোগ উঠে আসে যে বেশিরভাগ প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে। যার ফলে গোটা বিষয়টা মধ্যশিক্ষা পর্ষদ খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেয় বিশেষজ্ঞ কমিটিকে। এবং তাঁদের সুপারিশ মেনে গতকাল অর্থাৎ সোমবার মধ্যশিক্ষা পর্ষদ এক চরম সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল অর্থাৎ সোমবার, অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র বিতর্ক নিয়ে রীতিমত বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও, এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও ২টি প্রশ্নেরই অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। গোটা রাজ্যে জুড়ে ১৫ নম্বর প্রশ্নের ২ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গ অঞ্চলের ৩ নম্বর প্রশ্নের ৬ নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের ৩ নম্বর প্রশ্নের ৩ নম্বর প্রশ্ন, মেদিনীপুরে ৩ নম্বর প্রশ্নের ৪ নম্বর প্রশ্নে বিতর্ক এবং কলকাতা ৩ নম্বর প্রশ্নের ১ নম্বর প্রশ্নে বিতর্কের জেরে নেওয়া হল এই সিদ্ধান্ত। যার ফলে কিছুটা স্বস্তি পেল পরীক্ষার্থীরা।
অন্যদিকে প্রতিবারের মতো, এবারও মালদা জেলায় রয়েছে পর্ষদের কড়া নজর। জেলার ১২২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবে ২৬৩টি স্কুলে পকীক্ষার্থীরা। প্রতি পরীক্ষাকেন্দ্রে থাকছেন অতিরিক্ত ২ জন করে ভেনু সুপারভাইজার। পরীক্ষা যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন করার জন্য পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলির।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.