লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অভিনব ডিজাইন ও ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে আসছে Infinix Note 50X 5G

Published on:

Infinix Note 50X 5G জল্পনার অবসান ঘটিয়ে ভারতে আসছে। কোম্পানি লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি ডিজাইন প্রকাশ করেছে। আবার ফ্লিপকার্টে ফোনটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ ওই ই-কমার্স সাইটে কেনার জন্য উপলব্ধ হবে। লঞ্চের আগে একে একে স্মার্টফোনটির বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করা হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, Infinix এই সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়ায় Note 50, Note 50 Pro, ও Note 50 প্রো+ উন্মোচন করেছে। ভারতে ফোনগুলি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

READ MORE:  Infinix Note 50X 5G Specification: AI সফটওয়্যার ও শক্তিশালী প্রসেসর নিয়ে বাজার কাঁপাতে আসছে Infinix Note 50X | Infinix Note 50X 5G Processor

Infinix Note 50X 5G ভারতে কবে লঞ্চ হবে

কোম্পানিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ভারতে ২৭ মার্চ লঞ্চ হবে। ফোনটিতে অ্যাক্টিভ হ্যালো লাইট ফিচার থাকবে, যা নোটিফিকেশন পেলে আলোকিত হবে। আবার এটি সেলফি টাইমার হিসেবে কাজ করবে। সাথে চার্জিং স্ট্যাটাস দেখাবে এবং গেম বুট-আপের সময় একটি ডাইনামিক এফেক্ট তৈরি করবে।

READ MORE:  Infinix Note 50 Pro Price: 50MP পেরিস্কোপ ক্যামেরা ও JBl স্পিকার নিয়ে 20 মার্চ লঞ্চ হচ্ছে Infinix Note 50 Pro+ | Infinix Note 50 Pro Plus Launch Date

কোম্পানির প্রকাশ করা ছবিতে, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি মডেলে রূপালী বা সিলভার কালারের একটি অষ্টভুজাকার ‘জেম-কাট’ ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। এতে তিনটি ক্যামেরা সেন্সর, একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি আয়তকার অ্যাক্টিভ হ্যালো লাইট ইউনিট রয়েছে। ফ্লিপকার্টে লাইভ থাকা মাইক্রোসাইট ইঙ্গিত করেছে যে, আগামী দিনে ডিভাইসটির মেজর বৈশিষ্ট্যগুলি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, Infinix Note 50X 5G ভারতে গত বছরের আগস্টে লঞ্চ হওয়া Note 40X 5G-এর উত্তরসূরী হবে। এতে ১২০ হার্টজ ফুল-এইচডি+ ডিসপ্লে, MediaTek Dimensity 6300 প্রসেসর, ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। লঞ্চের সময় বেস মডেলটির দাম ১৪,৯৯৯ টাকা ছিল।

READ MORE:  DeepSeek AI প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসছে Infinix Note 50 সিরিজ | Infinix Note 50 Pro Plus TUV Certification Reveals

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.