লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অযোগ্যদেরও পাস দেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রীর বৈঠকের আগেই তুমুল উত্তেজনা নেতাজি ইন্ডোরে!

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর এপ্রিল মাসে স্কুল সার্ভিস নিয়োগ (SSC Scam) দুর্নীতি মামলায় এক ঐতিহাসিক রায়দান করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। আর এবার সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে চাকরি বাতিল করা হল প্রায় ২৬ হাজার প্রার্থীর। আর সেই রায় শুনে একেবারে ভেঙে পড়েছেন সকলে। ভবিষ্যৎ এ কী অপেক্ষা করে আছে তাই নিয়েও চলছে বৈঠক। আর এই আবহে আজ অর্থাৎ সোমবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মমতা

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়ায় চাকরি চলে গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। তাঁদের আশ্বাস যোগাতে একাংশের সঙ্গেই আজ অর্থাৎ সোমবার নেতাজি ইন্ডোরে সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর পরই নবান্ন থেকে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘যাঁরা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, তাঁরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন, আমি যাতে তাঁদের কাছে যাই। আমি তাঁদের কথা শুনতে যাব এবং বলব সকলকে যেন তাঁরা ধৈর্য ধরে থাকে। মানসিক চাপ যেন না নেয়।’’

READ MORE:  ভোর-রাতে মিলছে ঠান্ডার পরশ, বেলা বাড়তেই তীব্র গরম, সপ্তাহ শেষে পুড়বে বঙ্গ

অযোগ্যদের হুঁশিয়ারি চাকরিহারাদের

কিন্তু এদিকে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে জেলায় জেলায় নানা দ্বিধাগ্রস্ত চাকরিহারারা। অনেকেরই বক্তব্য, আজ এই অবস্থা শুধুমাত্র রাজ্য সরকারের জন্য। অনেকে আবার রাজ্য সরকারের প্রতি ভরসা রেখে বলছেন, এই সঙ্কটে রাজ্যের প্রশাসনিক প্রধান যদি কোনও দিশা দেখাতে পারেন, সেই ভরসাতেই যাবেন। কিন্তু এবার দেখা গেল অন্য ঘটনা। বৈঠকের আগে চাকরিহারারা হুঁশিয়ারি দিয়েছিল যে অযোগ্যেরা যদি আজকের বৈঠকে বসেন থাকলে তাঁরা বৈঠক বানচাল করে দেবেন। আর এবার কে যোগ্য, কেই বা অযোগ্য এই নীতি নির্ধারণ নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনেই সংঘাত বাঁধল চাকরিহারাদের মধ্যে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ধুন্ধুমার কাণ্ড স্টেডিয়ামের সামনে

গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বৈঠকের জন্য আহ্বান জানিয়েছিলেন। আর এই বৈঠক নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, এই বৈঠকে শুধুমাত্র যোগ্যরাই উপস্থিত থাকতে পারবেন। এবং ইতিমধ্যে ‘চিহ্নিত অযোগ্যদের’ গেট পাস দেওয়া হবে না। কিন্ত তাতে কি, কুণালের ঘোষণাকে কোনরকম পরোয়া না করে আজ সাত সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে হাজির হন সেই ‘চিহ্নিতরা অযোগ্যরা’। আর তাতেই ক্ষেপে লাল নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারারা। শুরু হয়ে যায় বিক্ষোভ। এদিকে অযোগ্যদের দাবি মুখ্যমন্ত্রী নাকি সাংবাদিক বৈঠক করে তাঁদের আজকের বৈঠকে ডেকেছেন।

READ MORE:  Weather Update: ৪৮ ঘণ্টায় বিরাট মুড বদল, বাংলার ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আগামীকালের আবহাওয়া | Temperature Again Rise After Holi

জানা গিয়েছে গতকাল থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামের বৈঠকে যোগদান করতে শহিদ মিনার ময়দানে অবস্থান করছিলেন চাকরিহারারা। রবিবার গোটা দিন ধরে চলে পাস বিতরণ। অভিযোগ, পাসের দাবিতে রাতে তাদের ওপর হামলা চালায় কিছু যুবক। পুলিশি বাধার মুখে পড়ে এক যুবক বলেন, পাস দেওয়ার মালিক কে সেটাই এখনও বলতে পারল না পুলিশ প্রশাসন। এমনকি এই পাস কে জারি করেছে তাও স্পষ্ট নয়। এভাবে ফের দুর্নীতি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এমনই দাবি সকলের। এর পর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

READ MORE:  সিরিয়ায় গণহত্যা, ঘর থেকে টেনে বের করে ১০০০-র বেশি শিয়া মুসলিমকে খুন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.