লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অসাধারণ ক্যামেরা থেকে শক্তিশালী প্রসেসর, iPhone SE 4-র পাঁচ সেরা ফিচার্স দেখে নিন

Published on:

যদি সবকিছু ঠিকঠাক থাকে, iPhone SE 4 আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে। সংস্থা এই বিষয়ে মুখ না খুললেও, ব্লুমবার্গের একটি রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। Apple হাই-প্রোফাইল লঞ্চ ইভেন্টের পরিবর্তে শুধু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেট আইফোন উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। চলুন iPhone SE 4-এর পাঁচটি আপগ্রেড সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ডিজাইন পরিবর্তন

আইফোন এসই ৪ মডেলে অনেকটা আইফোন ১৪-এর মতো নকশা থাকতে পারে। অর্থাৎ হোম বাটল ও পুরু বেজেল থাকছে না। আনলক ও অথিন্টিকেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা হবে। এছাড়া, ইউরোপীয় বিধি অনুসরণ করে কোম্পানি এতে ইউএসবি-সি চার্জিং পোর্ট রাখবে।

READ MORE:  ভারতীয় iPhone ব্যবহারকারীদের জন্য বড় খবর, iOS 18.4 আপডেটের সাথে এল অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার

২. ডিসপ্লে স্পেসিফিকেশন

রিপোর্ট বলছে, ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে আইফোন এসই ৪। তবে এতে ফ্ল্যাগশিপ আইফোন মডেলগুলির মতো ডাইনামিক আইল্যান্ড থাকবে না। ফোনটিতে তীক্ষ্ণ, কৌণিক ফ্রেম দেখা যাবে, যা আইফোন ১৬ সিরিজে উপস্থিত গোলাকার প্রান্ত থেকে আলাদা। ওলেড ডিসপ্লেটি পূর্ববর্তী এসই মডেলে থাকা এলসিডি স্ক্রিনের তুলনায় উন্নত কালার অফার করবে।

READ MORE:  ট্যারিফ বৃদ্ধির জের, 30 হাজার টাকা বাড়তে চলেছে iPhone 16 এর দাম | iPhone 16 Series Price Increase

৩. প্রসেসর আপগ্রেড

iPhone SE 4 লেটেস্ট A18 প্রসেসর দ্বারা চালিত হবে, যা বর্তমানে iPhone 16 সিরিজে রয়েছে। এটি ২০২২ সালে শেষ রিলিজ হওয়া iPhone SE 3 মডেলের A15 Bionic চিপসেটের থেকে অনেক শক্তিশালী। এছাড়া, দুর্দান্ত পারফরম্যান্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স সাপোর্টের জন্য ৮ জিবি র‍্যাম মিলবে।

৪. অ্যাপলের কাস্টম 5G মডেম

বিভিন্ন প্রতিবেদনের ইঙ্গিত, iPhone SE 4 কোম্পানির নিজস্ব ফাইভ-জি মডেম যুক্ত প্রথম ডিভাইস হতে চলেছে। এটি উন্নত পাওয়ার এফিশিয়েন্সি, উন্নত নেটওয়ার্ক স্ক্যানিং, এবং উন্নত স্যাটেলাইট কানেক্টিভিটি অফার করবে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি সাপোর্ট ব্যবহারযোগ্যতা আরও বাড়াবে।

READ MORE:  Vijay Sale: গল্প নয় সত্যি, এবার আইফোনের স্বপ্নপূরণ, জনপ্রিয় মডেলে প্রায় 15 হাজার টাকা ছাড় | iPhone 16 Pro Price Drop

৫. ক্যামেরা আপগ্রেড

বাজেট আইফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে,যা পূর্ববর্তী মডেলে ব্যবহৃত ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় বড় আপগ্রেড। আবার উন্নত কোয়ালিটির সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল সেন্সরে আপগ্রেড করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.