অসাধারণ ক্যামেরা থেকে শক্তিশালী প্রসেসর, iPhone SE 4-র পাঁচ সেরা ফিচার্স দেখে নিন
যদি সবকিছু ঠিকঠাক থাকে, iPhone SE 4 আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে। সংস্থা এই বিষয়ে মুখ না খুললেও, ব্লুমবার্গের একটি রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। Apple হাই-প্রোফাইল লঞ্চ ইভেন্টের পরিবর্তে শুধু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেট আইফোন উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। চলুন iPhone SE 4-এর পাঁচটি আপগ্রেড সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইফোন এসই ৪ মডেলে অনেকটা আইফোন ১৪-এর মতো নকশা থাকতে পারে। অর্থাৎ হোম বাটল ও পুরু বেজেল থাকছে না। আনলক ও অথিন্টিকেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা হবে। এছাড়া, ইউরোপীয় বিধি অনুসরণ করে কোম্পানি এতে ইউএসবি-সি চার্জিং পোর্ট রাখবে।
রিপোর্ট বলছে, ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে আইফোন এসই ৪। তবে এতে ফ্ল্যাগশিপ আইফোন মডেলগুলির মতো ডাইনামিক আইল্যান্ড থাকবে না। ফোনটিতে তীক্ষ্ণ, কৌণিক ফ্রেম দেখা যাবে, যা আইফোন ১৬ সিরিজে উপস্থিত গোলাকার প্রান্ত থেকে আলাদা। ওলেড ডিসপ্লেটি পূর্ববর্তী এসই মডেলে থাকা এলসিডি স্ক্রিনের তুলনায় উন্নত কালার অফার করবে।
iPhone SE 4 লেটেস্ট A18 প্রসেসর দ্বারা চালিত হবে, যা বর্তমানে iPhone 16 সিরিজে রয়েছে। এটি ২০২২ সালে শেষ রিলিজ হওয়া iPhone SE 3 মডেলের A15 Bionic চিপসেটের থেকে অনেক শক্তিশালী। এছাড়া, দুর্দান্ত পারফরম্যান্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স সাপোর্টের জন্য ৮ জিবি র্যাম মিলবে।
বিভিন্ন প্রতিবেদনের ইঙ্গিত, iPhone SE 4 কোম্পানির নিজস্ব ফাইভ-জি মডেম যুক্ত প্রথম ডিভাইস হতে চলেছে। এটি উন্নত পাওয়ার এফিশিয়েন্সি, উন্নত নেটওয়ার্ক স্ক্যানিং, এবং উন্নত স্যাটেলাইট কানেক্টিভিটি অফার করবে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি সাপোর্ট ব্যবহারযোগ্যতা আরও বাড়াবে।
বাজেট আইফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে,যা পূর্ববর্তী মডেলে ব্যবহৃত ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় বড় আপগ্রেড। আবার উন্নত কোয়ালিটির সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল সেন্সরে আপগ্রেড করা হবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.