লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অসাধারণ মাইলেজ, নতুন ফিচার্সের সঙ্গে স্টাইলিশ লুকে হাজির Honda Shine 125

Published on:

গতকাল লঞ্চ হয়ে গেল 2025 Honda Shine 125। একগুচ্ছ নতুন ফিচার্স এবং OBD2B নির্গমন বিধি অনুযায়ী বাইকটি ভারতে এনেছে হোন্ডা। পুরনো মডেলের তুলনায় বেশ কিছু নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে আপডেটেড মডেল, যার মধ্যে উল্লেখযোগ্য – ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, USB টাইপ-সি চার্জিং পোর্ট এবং চওড়া টায়ার। দু’চাকার বাজারে অন্যতম সেরা মাইলেজ সম্পন্ন বাইক হিসাবে পরিচিত হোন্ডা সাইন। পাশাপাশি, এটি ভারতে বিক্রি হওয়া কোম্পানির অন্যতম বেস্ট সেলিং মোটরসাইকেলও।

READ MORE:  ভারতে আসার তোড়জোড় করতেই বিপাকে Tesla, ক্রেতাদের ঠকানোর অভিযোগ ইলন মাস্কের সংস্থার বিরুদ্ধে

নতুন Honda Shine 125 বাইকের স্পেসিফিকেশন

কেন্দ্রীয় সরকারের OBD2B নিয়ম মেনে বাইকের ইঞ্জিন আপডেট করেছে কোম্পানি। এতে পাওয়া যাবে ১২৩.৯৪ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার PGM-Fi ইঞ্জিন, যা ৭৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ১০.৬ হর্সপাওয়ার এবং ৬০০০ আরপিএম-এ ১১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে রয়েছে আইডলিং স্টপ-স্টার্ট সিস্টেম, যা অতিরিক্ত মাইলেজ দিতে সাহায্য করে।

READ MORE:  2025 Royal Enfield Hunter 350 Colour: কেনার জন্য তৈরি তো? 2025 Royal Enfield Hunter 350 বাইক আসছে একাধিক পরিবর্তন নিয়ে

ফিচার্স ও দাম

নতুন হোন্ডা সাইন ১২৫ মোটরসাইকেলের সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে একটি হল একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই ক্লাস্টারে রিয়েল-টাইম মাইলেজ, রেঞ্জ (খালি থেকে দূরত্ব), সার্ভিস ডিউ ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ইকো ইন্ডিকেটরও দেখা যাবে। পাশাপাশি মিলবে নতুন ইউঅএসবি টাইপ-সি চার্জ পোর্ট এবং চওড়া রিয়ার টায়ার।

এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ড্রাম ও ডিস্ক সংস্করণ। পুরনো মডেলের তুলনায় বাইকটি ১২০০ টাকা থেকে ২০০০ টাকা দামি। ২০২৫ হোন্ডা সাইন ১২৫ ড্রাম ভ্যারিয়েন্টের দাম ৮৪,৪৯৩ টাকা (এক্স-শোরুম) এবং ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৮৯,২৪৫ টাকা (এক্স-শোরুম)।

READ MORE:  Hyundai খেলা জমিয়ে দিল, টাটা পাঞ্চকে হারিয়ে দেশসেরার মুকুট ছিনিয়ে নিল Creta

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.