লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অসাধারন ক্যামেরা সহ ডুয়েল স্ক্রিন, সীমিত সময়ের জন্য ৪০০০ টাকা দাম কমলো Lava Agni 3 5G ফোনের | Lava Agni 3 5G Discount Price

Published on:

লাভা বিগত কয়েকমাস ধরে দুর্দান্ত ফিচারের বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে এনেছে। এরমধ্যে একটি হল Lava Agni 3 5G। ডুয়েল স্ক্রিন ও ইউনিক ডিজাইনের সাথে আসা এই ফোনটি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। এতে iPhone 15 Pro এবং iPhone 16 সিরিজের মতো অ্যাকশন বাটনও আছে। আপনি যদি এতসব শুনে উত্তেজিত হয়ে পড়েন তাহলে দাঁড়ান! আনন্দিত হওয়ার আরও কারণ আছে। অ্যামাজন এখন লিমিটেড টাইম ডিলে লাভার এই লেটেস্ট ফোনটি ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি করছে। ফলে অনেক সস্তায় Lava Agni 3 5G আপনার হতে পারে।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Vivo X300 সিরিজ, থাকবে বাঘা বাঘা চার মডেল

Lava Agni 3 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট

লাভ অগ্নি ৩ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং চার্জার ছাড়া ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২০,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। তবে এর সাথে ৪,০০০ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে। এরপর এটি ১৬,৯৯৮ টাকায় কেনা যাবে। এছাড়া এর সথে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনের সাথে ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

READ MORE:  Vivo X200 Pro Mini: চীনের বিপুল জনপ্রিয় স্মার্টফোন আসছে ভারতে, ক্যামেরা পুরো তাক লাগিয়ে দেবে | Vivo X200 Pro Mini India Launch Date

Lava Agni 3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভ অগ্নি ৩ ৫জি এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি 1.5K 3D কার্ভড প্রাইমারি ডিসপ্লে আছে। এর পিছনে রয়েছে ১.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে এর র‌্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

READ MORE:  Samsung থেকে Xiaomi Poco, ১০ হাজার টাকার মধ্যে এই 5G স্মার্টফোনগুলি সেরা হবে | Best 5G Smartphones Under 10000 in India

ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে ওআইএস + ইআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম + ইআইএস সহ ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য ইআইএস সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। Lava Agni 3 ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ডলবি অ্যাটমস এবং আইফোনের মতো অ্যাকশন বাটন রয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.