অস্ত্র আমদানিতে বিশ্বে ১ নম্বর ইউক্রেন, কততে ভারত? দেখুন টপ ১০ দেশের তালিকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্বে অস্ত্র (Arms) আমদানিতে ভারতের থেকেও এগিয়ে ইউক্রেন! সম্প্রতি প্রকাশ্যে আসা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপরির রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সূত্র বলছে, 2010 থেকে 2019 সাল পর্যন্ত অস্ত্রের বিশ্বব্যাপী বাজার স্থিতিশীল ছিল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তবে এরপরই অস্ত্র আমদানিকৃত দেশগুলির তালিকায় বিরাট পরিবর্তন আসে। জানা যাচ্ছে, বিগত কয়েক বছরে রাশিয়ার সাথে চলমান হিংসা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশগুলি থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে ইউক্রেন। আর সেই কারণেই এবার বিশ্বব্যাপী অস্ত্র আমদানিতে ভারতকেও ছাপিয়ে গেল জেলেনস্কির দেশ।

অস্ত্র আমদানিতে ভারতকে টেক্কা দিল ইউক্রেন

সিপরির রিপোর্টে দাবি করা হয়েছে, রাশিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতির কারণে ভারী অস্ত্র কেনার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে ইউক্রেন। রিপোর্ট বলছে, 2015 থেকে 2019 সালের তুলনায় ইউক্রেন তাদের অস্ত্র আমদানি 100 শতাংশ বৃদ্ধি করেছে। সিপরির রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে অস্ত্র কেনার দিক থেকে ভারতের অংশ যেখানে 8.3 শতাংশ, সেই পর্বে দাঁড়িয়ে অস্ত্র ক্রয়ের দিক থেকে ইউক্রেনের অংশ 8.8 শতাংশ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কাজেই বলা যায়, সম্প্রতি বিশ্বব্যাপী অস্ত্র ক্রয়কারী দেশগুলির তালিকায় ভারতকে ছাপিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ইউক্রেন। প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, গোটা বিশ্বে অস্ত্র আমদানির নিরিখে এগিয়ে থাকা 5 দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইউক্রেন। বলা বাহুল্য, অস্ত্র আমদানিকারক 5 দেশের তালিকায় নাম রয়েছে সন্ত্রাসবাদি তকমা প্রাপ্ত দেশ পাকিস্তানেরও।

READ MORE:  India Vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে জিতেও হারের নতুন রেকর্ড গড়ল ভারত | Team India Sets New Record On Toss Lose

ভারতের অবস্থান কততে?

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে ইউক্রেন। ফলত, বিশ্বব্যাপী অস্ত্র আমদানিতে এগিয়ে থাকা দেশগুলির তালিকায় শীর্ষে রয়েছে জেলেন্সকির দেশ। তবে দুঃখের বিষয়, রিপোর্টে উল্লিখিত তথ্য বলছে বিগত বছরগুলিতে ভারতের অস্ত্র আমদানির পরিমাণ অনেকটাই কমেছে। যার জেরে শতাংশের বিচারে 8.3% নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র ক্রয়কারী দেশগুলির তালিকায় ইউক্রেনের পর অর্থাৎ দ্বিতীয় স্থানে নাম রয়েছে মোদির দেশের।

অবশ্যই পড়ুন: গোটা মরসুমে অপ্রতিরোধ্য থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়, টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে এই ৪ কারণ

তালিকায় কত নম্বরে আমেরিকা ও পাকিস্তান?

বেশ কিছু রিপোর্টে বিশ্বব্যাপী অস্ত্র বাজার পর্যালোচনা করে দাবি করা হয়েছে, ইউরোপের দেশ গুলিতে বিগত কয়েক বছরে অস্ত্র আমদানির হার অনেকটাই বেড়েছে। বেশ কিছু সূত্র অনুযায়ী, 2020 থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় দেশ গুলিতে অস্ত্র আমদানি প্রায় 155 শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার দরুণ বিপুল পরিমাণ অস্ত্র কিনে তালিকার শীর্ষে রয়েছে ইউক্রেন। সিপরির রিপোর্ট বলছে, প্রথম দুয়ের ইউক্রেন ও ভারত ছাড়াও।

READ MORE:  শুরু হতে চলেছে দেশের সব থেকে বড় টুর্নামেন্ট আইপিএল! কিভাবে কাটবেন টিকিট? জেনে নিন

তালিকার 3 নম্বরে কাতার, 4 নম্বরে সৌদি আরব এবং পঞ্চম অবস্থানে পাকিস্তানের নাম রয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, অস্ত্র কেনার দিক থেকে পাকিস্তানের থেকেও পিছিয়ে রয়েছে আমেরিকা। প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী অস্ত্র আমদানির নিরিখে এগিয়ে থাকা দেশগুলির তালিকায় 9 নম্বরে নাম রয়েছে আমেরিকার। সূত্র বলছে, 2020 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 3.1 শতাংশ অস্ত্র কিনেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।

READ MORE:  ১৬৩ বছরের ইতিহাসে গর্বের নজির গড়ল কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, উপরিউক্ত দেশগুলি ছাড়াও, বিশ্বব্যাপী অস্ত্র আমদানিকারক দেশগুলির প্রথম দশের তালিকায় নাম রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ইজিপ্ট বা মিশর, সাউথ কোরিয়া ও কুয়েতের।

Scroll to Top