শ্বেতা মিত্র, কলকাতা: আর মাত্র হাতেগোনা কয়েকদিন, তারপরেই বাংলা তথা গোটা দেশ দোলের আনন্দে মেতে উঠবে। কিন্তু এই দোলের আগেই লটারি লাগল বহু সরকারি কর্মীর (Government Employee)। এক ধাক্কায় অনেকটাই বাড়ল ভাতার পরিমাণ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে রাজ্য বাজেটে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর ৪% অবধি DA বৃদ্ধির ঘোষণা করেছে। সরকারের এহেন ঘোষণার জেরে উপকৃত হবেন কয়েক লক্ষ সরকারি কর্মী। কিন্তু এখানেই শেষ নয়, দোলের আর মাত্র কয়েকদিন বাকি থাকতে গ্রামীণ এলাকায় কর্মরত কিছু কর্মীর ভাতা বাড়াল সরকার। কাদের ভাতা বাড়ল আর কতটাই বা বাড়ল জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ভাতা বাড়ল অনেকের
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের ভাতা বাড়াল সরকার? আসলে এবার ভাতা বৃদ্ধি করা হল প্রাণীমিত্র ও প্রাণীবন্ধুদের। গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের বিভিন্ন পরিষেবার কাজে যুক্ত কর্মী রয়েছেন কর্মীরা। এবার তাঁদের ভাতা বাড়ছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রাণী দফতর সম্পদ। আর এই বিজ্ঞপ্তি দেখে খুশি হয়েছেন কর্মীরা।
এমনিতে এতদিন প্রাণীমিত্র, প্রাণীবন্ধু কর্মীরা মাসিক ভাতা ৫০০০ টাকা পেতেন। কিন্তু আগামী দিন থেকে কর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৫ হাজার টাকা করা হল। ভাতা বৃদ্ধি কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে। গৃহপালিত প্রাণীদের টিকাকরণ, কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন পরিষেবা এই কর্মীরা দিয়ে থাকেন। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে থাকেন তাঁরা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভাতা বেড়ে দাঁড়াল ৫৫০০ টাকা
এই ভাতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন এই পেশার সঙ্গে যুক্ত কয়েক হাজার কর্মী। জানা গিয়েছে, বর্তমানে প্রায় ১৪ হাজার কর্মী এই কাজে যুক্ত। এখানে জানিয়ে রাখা ভালো, নির্দিষ্ট কাজের কোটা পূরণ করলে তবেই নির্ধারিত ভাতা পাবেন কর্মীরা। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির জন্য সরকারকে বলা হচ্ছিল, দাবি সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীর। তবে অবশেষে সেই দাবি পূরণ করা হল। ফলে যারপরনাই খুশি প্রাণী বন্ধু থেকে প্রাণী মিত্ররা।