অ্যামাজনের ভুল? ৫০ হাজার টাকা ডিসকাউন্টে Samsung Galaxy S23 ফোন

Samsung Galaxy S23 এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কম দামে পাওয়া যাবে। স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনটি এমআরপির থেকে ৫০,০০০ টাকা কম মূল্যে পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে এই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। উল্লেখ্য গত মাসে চলা রিপাবলিক ডে সেলের সময় এই ফোনের দাম কমানো হয়েছিল। সেল শেষ হওয়ার পর ফোনটির দাম ফের বেড়ে যায়। এখন আবার ফের কম মূল্যে ডিভাইসটি কেনা যাবে।

Samsung Galaxy S23 এর দাম ফের কমল

READ MORE:  এক ধাক্কায় প্রায় ১০ হাজার টাকা দাম কমলো Samsung Galaxy A25 ফোনের, তাড়াতাড়ি কিনুন | Samsung Galaxy A25 Price Drop in India

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট এখন ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে মাত্র ৪৮,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনের এমআরপি ৯৫,৯৯৯ টাকা। ফ্লাট ছাড় ছাড়াও স্যামসাং ডিভাইসটি ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টেও কেনা যাবে। অর্থাৎ স্মার্টফোনটি প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়ে বাড়ি আনা যাবে।

Samsung Galaxy S23 এর ফিচার ও অন্যান্য

স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে ৬.১ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে আছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লে এইচডিআর১০ প্লাস ও ১৭৫০ নিট ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি আইপি৬৮ রেটিং সহ এসেছে।

READ MORE:  ইউনিক ক্যামেরা ডিজাইন সহ আসছে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো, ফাঁস হল প্রথম ছবি

এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এতে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট আসবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সহ ৩৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ 11 হাজার টাকা দাম কমে গেল iQOO-র এই দুর্দান্ত স্মার্টফোনের, অফার মিস করলে লস

READ MORE:  Flipkart Valentines Day Sale: ভ্যালেন্টাইনস ডে সেলে দাম কমলো ২০০ ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ও Infinix ফোনের | Infinix Note 40 5G and Redmi Note 13 Pro 5G Price

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top