লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আইফোনের ইতিহাসে প্রথমবার, 8K ভিডিও রেকর্ডিং সহ আসছে iPhone 17 সিরিজ | iPhone 17 Series Support 8K Video Recording

Published on:

গত বছর আসা iPhone 16 Pro মডেলে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করা যায়, যদিও কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইতিমধ্যেই আরও অ্যাডভান্স রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা যায়।

জুলাই মন্ডল, কলকাতা: যদি আপনি iPhone 16 সিরিজের ক্যামেরাতেও সন্তুষ্ট না হন এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য আরও ভালো ক্যামেরা ফোন নিতে চান তাহলে এই খবর আপনার জন্য। আসলে অ্যাপলের আসন্ন স্মার্টফোন, iPhone 17 সিরিজে একাধিক পরিবর্তন দেখা যাবে। ফোনগুলি iOS 19 অপারেটিং সিস্টেম সহ আসবে। আবার iPhone 17 Pro মডেলের ডিজাইনে নতুনত্ব দেখা যাবে। এর পাশাপাশি অ্যাপল এই বছর iPhone 17 Air নামে একটি নতুন মডেলও বাজারে নিয়ে আসবে

READ MORE:  Redmi ও Poco পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে দুটি দুর্ধর্ষ ফোন আনছে

তবে নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 17 সিরিজে 8K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। চাইনিজ সোশ্যাল মিডিয়া সাইট উইবো-তে একজন টিপস্টার দাবি করেছেন যে iPhone 17 Pro মডেল দিয়ে 8K ভিডিও রেকর্ড করা যাবে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচার অনেক আগে থেকেই রয়েছে, কিন্তু iPhone 16 Pro বা iPhone 16 Pro Max-এ এই সুবিধা পাওয়া যায় না।

READ MORE:  Amazon 5G Superstore offer: Amazon ৫জি সুপারস্টোরে দারুন অফার, জলের দরে কিনুন OnePlus 12R | OnePlus 12R Discount

গত বছর আসা iPhone 16 Pro মডেলে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করা যায়, যদিও কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইতিমধ্যেই আরও অ্যাডভান্স রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা যায়, যার মধ্যে Samsung Galaxy S25 Ultra, Xiaomi 15 Ultra মডেল অন্তর্ভুক্ত।

এদের কে টেক্কা দিতেই অ্যাপল তাদের আপকামিং আইফোন মডেলগুলিকে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ আনতে চাইছে। তবে রিপোর্টে, আইফোন ১৭ সিরিজের কোন মডেলে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে তা নিশ্চিত করা হয়নি, তবে আশা করা যায় যে, আইফোন ১৭ প্রো মডেলগুলিতে এই ফিচার থাকবে।

READ MORE:  Poco X7 Pro: প্রেমদিবসে Poco-র বাম্পার অফার, দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারির ফোনে বিশাল ডিসকাউন্ট | Poco X7 Pro 5G Gets Rs 3000 Discount

এর আগে জানা গিয়েছিল যে, iPhone 17 Pro গ্লাস এবং অ্যালুমিনিয়াম ব্যাক প্যানেলের সাথে আসবে, যেখানে iPhone 17 Air মডেলে টাইটেনিয়াম ফ্রেম দেখা যাবে। অন্যান্য সকল মডেলে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.