আইফোনের ফিচার এবার অ্যান্ড্রয়েডে, Oppo-র নতুন স্মার্টফোনে বড় চমক
Oppo যে তাদের নিজস্ব ফোনের জন্য ওয়ানপ্লাসের সিগনেচার অ্যালার্ট স্লাইডার নিয়েছিল, সে কথা আর অজানা নেই। ২০২৩ সালে মুক্তি পাওয়া Find N3 Flip মডেলে সর্বপ্রথম বৈশিষ্ট্যটির ব্যবহার করেছিল সংস্থা। আবার সম্প্রতি, Find X8 ও X8 Pro ফ্ল্যাগশিপেও এলার্ট স্লাইডার থাকতে দেখা গিয়েছে। তবে এই সিরিজের আসন্ন মডেল Find X8 Ultra-তে ফিচারটি থাকবে না। এ ক্ষেত্রে Apple-এর পথ অনুসরণ করতে পারে তারা।
বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো তাদের Find X8 Ultra-তে ত্রীস্তরীয় অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে অ্যাপলের অ্যাকশন বোতামের অনুকরণে একটি ক্লিক-নির্ভর বাটন ব্যবহার করতে পারে। ব্যবহারকারীরা বিভিন্ন কাজের জন্য বাটনটি কাস্টমাইজ করতে পারবেন। ঠিক লেটেস্ট আইফোন সিরিজের মতো। তবে মনে রাখবেন যে এই খবরটি অফিসিয়াল সূত্র থেকে আসেনি, তাই নিশ্চিত করার জন্য সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষার করতে হবে।
ডিজাইন ছাড়াও, Oppo Find X8 Ultra ফোনের ক্যামেরা বিভাগেও একাধিক পরিবর্তন থাকতে চলেছে। এতে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। মেইন ক্যামেরাটি হবে ১ ইঞ্চির Sony lYT-800 সেন্সর। একে সঙ্গ দেবে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, এবং ৬x অপটিক্যাল জুম-সহ আরেকটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
ওপ্পো ফোনটির জন্য হ্যাসেলব্ল্যাডের সঙ্গে জোট বজায় রাখবে বলে আশা করা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করার সম্ভাবনা। ফোনে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার হতে পারে। এছাড়া, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68/69 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স ব্যবস্থা থাকবে। ডিভাইসটি মার্চেই লঞ্চ হয়ে যেতে পারে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.