আগে বিরাট সেঞ্চুরি করবে, তারপরে বিয়ে করবো! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বর-কনের কান্ড

ভারতবর্ষ ক্রিকেট পাগল দেশ। এই বিনোদনের অন্যতম বড় মাধ্যম ক্রিকেট। ৮ থেকে ৮০ মজে থাকে ক্রিকেটার নেশায়। আসলে ভারতবর্ষের মত দেশে ক্রিকেট আবেগ এবং অনুভূতির অপর নাম। বর্তমান সময়ে চলছে চ্যাম্পিয়নস লিগ। আর সেই খেলা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা চরম পর্যায়।

পাকিস্তানে আয়োজন করা হয়েছে চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগের। ভারত অবশ্য তাদের সমস্ত ম্যাচ খেলছে দুবাইতে। ইতিমধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তানকে দুরমুশ করেছে ভারত। বাংলাদেশ ম্যাচের থেকেও সবার আগ্রহ ছিল পাকিস্তান ম্যাচ নিয়ে। কূটনৈতিক ক্ষেত্র হোক বা ক্রিকেটের ময়দান ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

READ MORE:  বলিউডকে পেছনে ফেলে অস্কারে যাচ্ছে মালয়ালম ফিল্ম ‘জল্লিকট্টু’

আর তাই এই ম্যাচকে ঘিরে উত্তেজনা যে থাকবে তা তো বলাই বাহুল্য। আর এই উত্তেজনায় ভরা ম্যাচের দিনে বিয়ে পড়েছিল এক হবু দম্পতির।‌‌ বিয়ে করবেন নাকি ম্যাচ দেখবেন দোটানায় ছিলেন প্যাকেট পাগল এই দম্পতি। বিয়ের আসরেই লাগানো হয়েছিল বড় জায়েন্ট স্ক্রিন। সেখানেই দাঁড়িয়ে ঠায় ম্যাচ দেখলেন দুজনে।

আগে ম্যাচ দেখতে হবে বিয়ে তো পরেও করা যেতে পারে। বিরাট কোহলির শতরান দেখে বিয়ের মঞ্চেই আনন্দে লাফিয়ে ওঠেন তারা। বরের পরনে সাদা শেরওয়ানি, নববধূর পরনে লেহেঙ্গা দাঁড়িয়ে ম্যাচ দেখছেন দুজনে। থমকে বিয়ের কাজ। এই ঘটনাটি ঘটেছে রবিবার গুজরাতের গান্ধীনগরে। এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মাধ্যমে।

READ MORE:  কুম্ভের মেলায় মালা বেচতে গিয়ে ভাইরাল মোনালিসা! বলিউডে পা দিয়ে কত টাকা চাইলেন?

 

Scroll to Top