শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এবার ফুঁসে উঠলেন রেশন ডিলাররা। যার ফলে এবার দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে চলেছেন রেশন ডিলাররা বলে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে সম্প্রতি একটি মডেল চালু করা হয়েছে সরকারের তরফে, যেখানে রেশনের পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করা হচ্ছে বা আগামী দিনে আরও করা হবে। ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্রশাসিত রাজ্যে এই ব্যাপারটি শুরু হয়েছে। তবে এই নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন রেশন ডিলাররা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দেশজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের ডাক রেশন ডিলারদের
পাইলট প্রোজেক্ট হিসাবে কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে রেশনের চাল, গমের বদলে সরকার গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ফেলে দিচ্ছে। এদিকে সম্প্রতি আম আদমি পার্টিকে সরিয়ে দিল্লিতেও সরকার গড়েছে বিজেপি। ফলে এখন সেখানেও এই নতুন ব্যবস্থা চালু করার পথে গুটি গুটি পায়ে এগোচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে কয়েক দফায় এই ব্যাপারটি নিয়ে আলোচনাও হয়েছে। এখন শুধু চালু হওয়ার অপেক্ষায়। এদিকে দেশজুড়ে যদি এই ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে বিরাট বড় সমস্যায় পড়বেন রেশন ডিলাররা বলে দাবি করা হচ্ছে।
এহেন অবস্থায় দেশজুড়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদে সামিল হতে চলেছেন বহু রেশন ডিলার। মূলত রেশন ব্যবস্থায় বাংলা ও তামিলনাডু মডেল চালু করার দাবিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দেশজুড়ে আন্দোলনে নামবে বলে শনিবার দিল্লিতে ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বাংলা ও তামিলনাড়ু মডেল কী?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে রেশন ব্যবস্থায় বাংলা ও তামিলনাড়ু মডেল ঠিক কী? তাহলে জানিয়ে রাখি, বাংলা মডেল তথা সবার জন্য রেশন এবং তামিলনাডু মডেল অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া। আর এই দুইয়ের দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই রেশন ডিলাররা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করবেন বলে খবর। এদিকে আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু করা হলেও প্রয়োজনে রেশন ডিলাররা দেশজুড়ে জঙ্গি আন্দোলনের রাস্তাতে হাঁটবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। এখন আগামী দিনে কী হয় সেটাই দেখার।