প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: এবার বিমান থেকে স্রেফ চুরি গেল চাকা! অবাক কাণ্ডে শোরগোল পড়ে গেল বিশ্ব জুড়ে। গত বৃহস্পতিবার করাচি থেকে উড়ান শুরু করেছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ বা PIA-এর বিমান PK-৩০৬ (PIA Aircraft)। কিন্তু যখন সেই বিমান লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন দেখা যায়, বিমানের রিয়ার হুইল গায়েব হয়ে গিয়েছে। এমনকি তাজ্জব বিষয় হল চাকা ছাড়াই রীতিমত বিমানটি রানওয়েতে অবতরণ করেছে কোনো দুর্ঘটনা ছাড়াই। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ঘটনাটি কী?
শোনা যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ বা PIA-এর বিমান PK-৩০৬ যখন অবতরণ করেছিল তারপর ডেইলি রুটিন বেসে বিমানটির রুটিন তল্লাশি ও স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছিল। ঠিক সেই সময়েই কর্মীরা চাকা গায়েব হওয়ার বিষয়ে জানতে পারেন। এবং সময় নষ্ট না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করেন। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে PIA। প্রথম দিকে ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পরেও সেই হারানো চাকার কোনও সন্ধান করাচি বিমানবন্দর বা লাহোর বিমানবন্দরে পাওয়া যায়নি।
কী বলছেন PIA-এর কর্মকর্তা?
এই প্রসঙ্গে PIA-এর এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রিয় সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন যে, ”ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিমানটি “চাকা হারিয়ে” যাওয়ার পর করাচি থেকে বেরিয়েছিল নাকি উড়ানের সময় চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।” তবে চাকার অংশ খানিক খুঁজে পাওয়া নিয়ে তিনি জানিয়েছেন যে, “ইতিমধ্যেই জানা গিয়েছে করাচি বিমানবন্দরে চাকার কিছু টুকরো পাওয়া গেছে। তাতেই আশা করা যাচ্ছে যে বিমানটি যখন উড়ছিল তখনই পিছনের চাকার গড়বড় করেছিল।” যদি এই ধারণা বা তত্ত্ব সত্যি হয় তাহলে তা যে কত বড় অবহেলা এবং ভয়ংকর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি ওই মুখপাত্র।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এছাড়াও PIA-এর এক কর্মকর্তা জানান, “নিয়ম মেনেই যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর রুটিন নজরদারিতে ধরা পড়ে, বিমানের মেইন ল্যান্ডিং গিয়ার (রিয়ার)-এ যে ছ’টি চাকা থাকে, তার মধ্যে একটি নেই।” তবে এই ঘটনার ফলাফল যে কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক হতে পারত তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু, তেমন কোনও অঘটন ঘটেনি। এমনকী, বিমানের যে একটি চাকা নেই, সেটাও কারও নজরে আসেনি। কীভাবে এমনটা ঘটল, কেউ ওই চাকা চুরি করেছে কিনা, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।