লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আজ আসছে সবচেয়ে সস্তা আইফোন! iPhone SE 4 এর লঞ্চ ইভেন্ট এখান থেকে দেখুন সরাসরি

Published on:

Apple আজ ১৯ ফেব্রুয়ারি একটি ইভেন্টে iPhone SE 4 বা iPhone 16e লঞ্চ করতে চলেছে। বাজার শেয়ার বাড়াতে এই স্মার্টফোনটির দাম অন্যান্য আইফোন মডেলের তুলনায় কম রাখা হবে বলে শোনা যাচ্ছে। গত বছর থেকে পরবর্তী প্রজন্মের এই এসই মডেল সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। অবশেষে অ্যাপল সম্প্রতি একটি ইভেন্ট আয়োজন করতে চলেছে বলে জানা গেছে। ভারতীয় সময় অনুযায়ী রাতে শুরু হতে চলা এই ইভেন্টে নতুন আইফোন মডেলের উপর থেকে পর্দা সরানো হবে।

READ MORE:  অসাধারণ ক্যামেরা থেকে শক্তিশালী প্রসেসর, iPhone SE 4-র পাঁচ সেরা ফিচার্স দেখে নিন

বিভিন্ন রিপোর্ট মারফত জানা গেছে, পরবর্তী প্রজন্মের ডিভাইসটি আরও ভাল ক্যামেরা ফিচারের সাথে আসবে। আর iPhone SE 4 মডেলে প্রিমিয়াম ফিনিস ডিজাইন দেখা যাবে। এছাড়া আগের এসই মডেলগুলোর টাচ আইডির পরিবর্তে ফেস আইডি ফিচার পাওয়া যাবে। শুধু তাই নয়, এতে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে।

iPhone SE 4 এর লঞ্চ ইভেন্ট কখন দেখা যাবে?

অ্যাপল ইভেন্টটি আজ ১৯ ফেব্রুয়ারি, পিটি (প্যাসিফিক টাইম) সকাল ১০ টায় শুরু হবে। ভারতীয়রা রাত ১১:৩০ মিনিটে অ্যাপল ওয়েবসাইটের পাশাপাশি সংস্থার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থেকে ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন। আইফোন এসই ৪ ছাড়াও এই ইভেন্টে নতুন আইপ্যাড ও ম্যাকবুক লঞ্চ করা হতে পারে।

READ MORE:  ভারতীয় iPhone ব্যবহারকারীদের জন্য বড় খবর, iOS 18.4 আপডেটের সাথে এল অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার

iPhone SE 4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আইফোন এসই ৪ মডেলে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে ডিজাইনে, যেখানে পাতলা বেজেল ও ফেইস আইডি সাপোর্ট থাকবে। এই ডিভাইসে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে পাওয়া যাবে এবং এর ক্যামেরায়ও উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে। আইফোন এসই ৪ এর ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।

READ MORE:  Amazon Electronics Premier League Sale: ১০ হাজার হাজার মধ্যে ৬ জিবি র‌্যাম সহ ১২৮ জিবি স্টোরেজ, Redmi 14C 5G সহ সেরা ৫ ফোন | Top 5 Smartphones under 10000

নতুন ডিভাইসে ভালো পারফরম্যান্সের জন্য এ১৮ প্রসেসর ব্যবহার করা হবে। এই একই প্রসেসর লেটেস্ট iPhone 16 সিরিজেও দেওয়া হয়েছে।

iPhone SE 4 এর দাম

আশা করা হচ্ছে আইফোন এসই ৪ মার্কিন বাজারে ৫০০ ডলারের কাছাকাছি মূল্যে লঞ্চ হতে পারে। ফলে ভারতীয় বাজারে এর দাম রাখা হতে পারে ৫০ হাজার টাকার আশপাশে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.