আজ ঘটবে বিরল মহাজাগতিক দৃশ্য! গোলাপি হয়ে যাবে চাঁদ, ভারতে কখন দেখা যাবে?
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি রাতের আকাশ নিয়ে খুব আগ্রহী? তাহলে আজকের দিনটি হতে চলেছে আপনার জন্য দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ, ১৩ই এপ্রিল ভোরবেলা ভারতের আকাশে দেখা যাবে এক বিশেষ পূর্ণচন্দ্র, যার নাম পিংক মুন (Pink Moon)। যদিও চাঁদ আসলে গোলাপি হয় না, তবুও এরকম নামের পিছনে রয়েছে এক চমৎকার গল্প।
আসলে এই বিশেষ নামকরণ হয়েছে উত্তর আমেরিকার একটি ফুলের নাম থেকে। যে ফুলটির নাম ফ্লক্স সুবুলাটা (Phlox Subulata)। এপ্রিল মাসে এই গোলাপি রঙের ফুলগুলি ফোটে। আর সেই সময়টিকে স্মরণ করেই এপ্রিলের পূর্ণিমার চাঁদকে বলা হয় পিংক মুন।
এই পিংক মুনকে আবার ‘পাসকাল মুন’ এবং ‘মাইক্রোমুন’ বলা হয়। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, খ্রিস্টধর্মে ইস্টার উৎসবের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এই চাঁদের বিশেষ ভূমিকা রয়েছে।
এই পূর্ণিমাটি আসলে একটি মাইক্রোমুন। অর্থাৎ, চাঁদ এই সময় পৃথিবীর সাথে সবথেকে সর্বাধিক দূরে অবস্থান করে। ভূগোলের ভাষায় একে অ্যাপোজিও বলা হয়। আর এই কারণেই চাঁদটিকে তুলনামূলক ভাবে কিছুটা ছোট এবং ফিকে দেখায়।
সূত্র বলছে, এর বিপরীতে যখন চাঁদ পৃথিবীর সবথেকে কাছাকাছি থাকে, তখন তাকে সুপারমুন বলা হয়, যখন চাঁদকে অপেক্ষাকৃত বড় এবং উজ্জ্বল দেখা যায়। যদিও একে পিংক মুন বলা হচ্ছে, কিন্তু আদতে চাঁদকে গোলাপি রঙের দেখাবে না। বরং আবহাওয়ার পরিস্থিতি এবং আলোর প্রতিফলনের কারণে কিছুটা লালচে বা কমলা ভাব দেখা যেতে পারে।
বেশ কিছু সূত্র মারফত জানা গেল, ভারতে এই পিংক মুন দেখা যাবে ১৩ই এপ্রিল ভোর ৫টা থেকে এবং যুক্তরাষ্ট্রের এই পিংক মুন দেখা যাবে ১২ই এপ্রিল রাত ৮টা ২২ মিনিটে। এই চাঁদটিকে একদিন আগে এবং পরে পূর্ণিমার মত দেখাবে। তাই যারা মিস করতে চান না, তারা অবশ্যই ১৩ই এপ্রিল সন্ধ্যার পর আকাশের দিকে তাকিয়ে এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন।
বিজ্ঞানীরা বলছে, এই চাঁদ দেখার জন্য দূষণমুক্ত এলাকা, উঁচু পাহাড় বা মাঠের খোলা জায়গা সবথেকে পারফেক্ট অপশন। চাঁদ ওঠে পূর্ব দিকে। তাই সন্ধ্যার পর পূর্ব দিকে তাকালেই দেখতে পাবেন এই মনোরম দৃশ্য। যদি আপনি চাঁদের খাঁজ, ছায়া বা পৃষ্ঠের বিবরণ দেখতে চান, তাহলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করতে পারেন।
ফিসিক্স বলছে, আলো আসলে স্পেকট্রাম বা রঙের তরঙ্গ, যা লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি এবং আকাশি রং এর মিশ্রণ। যখন চাঁদের আলো পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে, তখন কিছুটা রং ছড়িয়ে যায়। আর কিছুটা রং পৌঁছে যায় আমাদের চোখে। আর এই কারণেই চাঁদ বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখায়। কখনো লাল, আবার কখনো কমলা, আবার কখনো নীলচে। এককথায় যারা নক্ষত্র, চাঁদ বা মহাকাশ নিয়ে কিছুটা কৌতুহলী, তাদের জন্য আজকের রাতটি হতে চলেছে অনন্য অভিজ্ঞতা।
কখনো কি ভেবে দেখেছেন, মাত্র চার বছরে অল্প অল্প করে কিছু টাকা বিনিয়োগ করলেন, আর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের মেট্রোয় (Kolkata Metro) এক মহিলার গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দিয়েছিলেন যুবক!…
সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতেই বিরাট ঘোষণা কেন্দ্রের। ভারতীয় রিজার্ভ ব্যাংক সরকারের কোষাগার থেকে…
Samsung-এর ভারতের বাজারে বড় ইউজারবেস রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি প্রায় প্রতিটি সেগমেন্টে নিয়মিত নতুন…
বর্তমানে বিভিন্ন দামের LED TV পাওয়া যায়। তাই যারা কম খরচে ভালো ফিচারের টিভি কিনতে…
iPhone তৈরির জন্য পরিচিত তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান Foxconn ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি নতুন…
This website uses cookies.