আজ থেকে স্টেশনে ঢোকা বন্ধ? প্ল্যাটফর্ম টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা রেলের
সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের ছুটি মানেই দেশজুড়ে যাত্রীদের ভিড় জমবে রেলস্টেশনগুলিতে। সাথে গুঁতোগুঁতি, ঠেলাঠেলি তো থাকবেই। আর সেই ভিড় সামাল দিতেই এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো ভারতীয় রেল (Indian Railways)। সুত্রের খবর, এবার কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনে অস্থায়ীভাবে বন্ধ করে রাখা হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি।
আর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১৮ই এপ্রিল, ২০২৫ থেকে ১৫ই মে,২০২৫ পর্যন্ত। কিন্তু কেন এমন নিষেধাজ্ঞা? আর কোন কোন স্টেশনেই বা বন্ধ থাকছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
সেন্ট্রাল রেলের পক্ষ থেকে যা জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় এড়াতে আপাতত মুম্বাই এবং তার আশেপাশের চারটি স্টেশনে এই বড়সড় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সেই স্টেশনগুলি হল ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (CSMT), লোকমান্য তিলক টার্মিনাস (LTT), কল্যাণ স্টেশন এবং পুনে স্টেশন।
মুম্বাইয়ের এই বড় বড় স্টেশনগুলিতে এখন থেকে কোন পরিবার বা বন্ধুবান্ধবকে ছাড়তে কিংবা নিয়ে আসতে প্ল্যাটফর্মে ঢোকা যাবে না, যদি না আপনি ট্রেনের যাত্রী হন। কারণ এই স্টেশনগুলি এমনিতেই সার বছর ভিড়ে ঠাসা থাকে, আর তার উপর যদি পড়ে গরমের ছুটি!
আসলে সম্প্রতি কুম্ভ মেলার সময় নিউ দিল্লি স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে পদপৃষ্ঠ হয়ে মারা গিয়েছিল অনেক সাধারণ যাত্রী। আর সেই ঘটনার পুনরাবৃত্তিতে যাতে না আসে, তা ঠেকাতেই এই সতর্কতা নেওয়া হয়েছে। গরমের ছুটিতে স্টেশনের ভিড় এমনিই আকাশছোঁয়া থাকে। সেই আশঙ্কাতেই রেল কর্তৃপক্ষ এই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ।
তবে হ্যাঁ, চিন্তার কোন কারণ নেই। রেল দপ্তর থেকে জানানো হয়েছে, বিশেষ কিছু শ্রেণীর যাত্রীদের ক্ষেত্রে তাঁদের সঙ্গীকে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে। যেমন প্রবীণ নাগরিক, অসুস্থ যাত্রী, ছোট শিশু, অশিক্ষিত যাত্রী, এমনকি মহিলা যাত্রীরা, যারা একা নিজের দেখাশোনা করতে অক্ষম।
প্ল্যাটফর্ম টিকেট বিক্রির এই সিদ্ধান্ত আপাতত মুম্বাই এবং তার আশেপাশের কিছু স্টেশনগুলির জন্য কার্যকর হলেও রেলের সূত্র মারফত যা খবর, ভবিষ্যতে দিল্লী, আহমেদাবাদ, সুরাট, ব্যাঙ্গালোর, চেন্নাই, লখনৌ, এমনকি হাওড়ার মত বড় বড় স্টেশনগুলিতেও এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে রেলের এই পদক্ষেপ যাত্রীদের সুরক্ষার স্বার্থেই। তাই রেল কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলায় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতের কথা রাখল শ্রীলঙ্কা। দিল্লির আপত্তির জের, বাতিল হয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সদ্য পাস করা একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডার? তাহলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপে সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার…
প্রীতি পোদ্দার, কলকাতা: বেলার দিকে রোদের তেজ থাকলেও বিকেলের পর থেকেই ঘন কালো অন্ধকার করে…
যারা সরকারি চাকরি করেন, তাদের জন্য নতুন বছরে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল। তবে কার্যত…
প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় এসএসসি (SSC) মামলায় ২৬,০০০ শিক্ষক এবং…
This website uses cookies.