আট গুণ বেশি ভাড়া, যাত্রী অভাবে বন্ধ হল শিয়ালদার ফার্স্ট ক্লাস ট্রেন! প্রশ্ন AC লোকাল নিয়ে
শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বন্ধ করে দেওয়া হল একটি ট্রেন পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর জেরে ব্যাপক প্রভাব পড়বে যাত্রী পরিষেবার ওপর। আসলে যাত্রীদের লাগাতার আপত্তির জেরেই একটি ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরের স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে শিয়ালদা শাখায় আচমকা কোন ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হল? তাহলে জানিয়ে রাখি, আজ থেকে ঠিক বছরখানেক আগে চালু হওয়া লেডিস স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হল। ২০২৪ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই ট্রেনের পথচলা। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে এই ট্রেন সম্পর্কে সকলকে জানানো হয়। উপকৃতও হন মহিলারা। কিন্তু এর ভাড়া বেশ অনেকটাই। অনেকবার ভাড়া কমানোর দাবি জানানো হলেও কর্ণপাত করেনি রেল বলে অভিযোগ।
এই ট্রেনে কী না ছিল। মোটা কুশন দেওয়া আরামদায়ক আসন, ভিতরের অংশে ছবি, সিসিটিভি, ইমার্জেন্সি টক ব্যাক, পিভিসি ফ্লোর ইত্যাদি নানা রকম সুযোগ সুবিধা। তবে দ্বিতীয় শ্রেণির তুলনায় ফার্স্ট ক্লাসের ভাড়াও পাঁচ থেকে সর্বোচ্চ সাড়ে আট গুণ বেশি। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, শিয়ালদহ থেকে বিধাননগর চার কিলোমিটার যেতে সাধারণ শ্রেণির ভাড়া পাঁচ টাকা, সেখানে ফার্স্ট ক্লাসের ভাড়া ২৫ টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি যেতে দ্বিতীয় শ্রেণির ভাড়া ১০ টাকা, ফার্স্ট ক্লাসে তা ৮৫ টাকা।
মান্থলি কিংবা সিজন টিকিটের দাম সম্পর্কে শুনলে তো চমকে উঠবেন। দ্বিতীয় শ্রেণিতে শিয়ালদহ-সোদপুর ১০০ টাকা মান্থলি অথচ ফার্স্ট ক্লাসে সিজন টিকিট ৫০৫ টাকা। শিয়ালদহ-রানাঘাট সেকেন্ড ক্লাসে মান্থলি ৩৫৫ টাকা, ফার্স্ট ক্লাসে সে ভাড়া ১২৭০ টাকা। এই বিষয়ে যুক্তি দিয়েছেন পূর্ব রেলের এক আধিকারিক। তিনি বলেন, ধুমধাম করে মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস চালু করা হয়। কিন্তু যাত্রীদের মধ্যে তেমন সাড়া মেলেনি। সাধারণ ভাড়ার তুলনায় কয়েকগুণ বাড়তি টাকা দিয়ে লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরায় যাত্রা করতে বিশেষ আগ্রহী নন যাত্রীরা। যাত্রী হচ্ছিল না একদমই। এরপরেই ফার্স্ট ক্লাস তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এখন প্রশ্ন উঠছে যে, আগামী দিনে শিয়ালদা শাখায় AC লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ওই ট্রেনের ভাড়াও সাধারণ ট্রেনের থেকে অনেক গুণ বেশি হবে। তাহলে কী যাত্রী আগামী দিনে ওই ট্রেনও বন্ধ হয়ে যাবে?
শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলার রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। এক কথায় সকলের দীর্ঘ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। নাইটদের জার্সি গায়ে তাবড়…
Nothing Phone 3a এবং 3a Pro চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে। এবার নাথিংয়ের সাব-ব্র্যান্ড…
সৌভিক মুখার্জী, কলকাতা: ইদের দিন আবারো চড়া হল হলুদ ধাতুর দাম (Gold Rate)। আজ সোমবার,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমির প্রতিপক্ষ পেয়ে গেল মোহনবাগান। রবিবারের ম্যাচে শেষেই চূড়ান্ত হলো বাগানের শেষ…
ইন্টারনেট দুনিয়াতে এই মুহূর্তে একাধিক ডিজিটাল প্লাটফর্ম তাদের আশ্চর্যজনক কনটেন্ট এর জন্য সবার মধ্যে বেশ…
This website uses cookies.