শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট (SC On Pension)। শুধু তাই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের সঙ্গে প্রতারণা করার অভিযোগও তোলা হয়েছে। আসলে সোমবার সুপ্রিম কোর্ট পাঞ্জাবে ১৯৯৬ সালের পেনশন বেনিফিট স্কিম বাস্তবায়নে পাঞ্জাব সরকারের নিষ্ক্রিয়তার উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি অভয় এস. ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকার যদি এই প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে আদালত নিজেই সুবিধাভোগীদের আর্থিক সুবিধা প্রদান করবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রাজ্য সরকারকে তুলোধনা শীর্ষ আদালতের
আদালত বলেছে যে, বেশ কয়েকবার আশ্বাস দেওয়া সত্ত্বেও, পাঞ্জাব সরকার এই বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অভয় এস ওকা বলেন, ‘রাজ্যের এর জবাব দেওয়া উচিত।’ রাজ্য সরকারগুলি আদালতের সাথে যে আচরণ করছে তা আমরা উপেক্ষা করতে পারি না।
দেশের শীর্ষ আদালত বলেছে যে, ‘আমরা এই সত্যটি লিপিবদ্ধ করব যে কোনও রাজ্য কর্মকর্তাকে বিশ্বাস করা যায় না। রাজ্য আদালতের সঙ্গে প্রতারণা করেছে।’ এদিন যুক্তি শোনার পর, আদালত পাঞ্জাবের পক্ষে উপস্থিত আইনজীবীকে রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ গ্রহণের নির্দেশ দেয় এবং মামলার পরবর্তী শুনানি ১ এপ্রিল নির্ধারণ করে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
পেনশন নিয়ে চলছিল মামলা
১৯৯৬ সালের পেনশন বেনিফিট স্কিম বাস্তবায়নে ব্যর্থতা এবং এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য সুপ্রিম কোর্ট এই বছরের ৫ মার্চ পাঞ্জাবের মুখ্য সচিবের কাছে অবমাননার নোটিশ জারি করেছিল। সুপ্রিম কোর্ট পাঞ্জাব বেসরকারিভাবে পরিচালিত অধিভুক্ত এবং পাঞ্জাব সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ পেনশনারি বেনিফিট স্কিম, ১৯৯৬ বাস্তবায়ন না করার বিষয়ে একটি আবেদনের শুনানি করছিল।